Facebook: মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টের কী হয়?

Facebook: ফেসবুক অ্যাকাউন্টের একজন নমিনি আগে থেকেই নির্বাচন করে রাখতে পারবেন। সেই সংশ্লিষ্ট নমিনি যিনি থাকবেন, তিনি মূল ব্যবহারকারীর মৃত্যুর পরে অ্যাকাউন্টটি (Facebook) বন্ধ করার জন্য আবেদন করতে পারবেন। তার পরে সেই অ্যাকাউন্টটি ফেসবুকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement
Facebook: মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টের কী হয়?ফেসবুক। প্রতীকী ছবি
হাইলাইটস
  • মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টের কী হয়
  • কতদিন ধরে চলে?
  • জানুন বিস্তারিত তথ্য

Facebook: মৃত্যুর পরে কারোর ফেসবুক অ্যাকাউন্ট কী হয়, এই প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে। ফেসবুক (Facebook) অনেকদিন আগেই নমিনি অপশন নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। এর মাধ্যমে কোনও ব্যবহারকারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টের একজন নমিনি আগে থেকেই নির্বাচন করে রাখতে পারবেন। সেই সংশ্লিষ্ট নমিনি যিনি থাকবেন, তিনি মূল ব্যবহারকারীর মৃত্যুর পরে অ্যাকাউন্টটি (Facebook) বন্ধ করার জন্য আবেদন করতে পারবেন। তার পরে সেই অ্যাকাউন্টটি ফেসবুকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। ব্যবহারকারীর ছবি কিংবা কোনও তথ্য ফেসবুকের মেটা ডেটাবেসে আর রাখা হয় না।

কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করা হয়

এর জন্য নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে। সবার প্রথমে নমিনি নির্বাচন করতে হলে ফেসবুকের Memorialization Settings অপশনে যেতে হবে। আপনি যাঁকে নমিনি করতে চান, তাঁর নাম এখানে যুক্ত করতে পারেন। তবে এখানে মনে রাখা দরকার, যিনি নমিনি থাকবেন তিনি কেবলমাত্র অ্যাকাউন্টের সব পোস্ট কিংবা মেসেজ পড়তে পারবেন। আলাদা করে কাউকে মেসেজ কিংবা কোনও পোস্ট তিনি করতে পারবেন না। ব্যবহারকারীর মৃত্যুর পরে ফেসবুকের কাছে সেই নমিনি ব্যক্তি আবেদন করতে পারেন। সেটিংসে গিয়ে Request that your account be deleted after you pass away অপশনে যেতে হবে। এরপরে একটি বক্স আসবে।

সেখানে Delete after Death অপশনে ক্লিক করুন। তার পরেই ফেসবুক সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। ছবি, পোস্ট কিংবা কোনও তথ্য ওই অ্যাকাউন্টের রাখা হয় না। ফেসবুক নিজের সার্ভার থেকেও ওই ব্যক্তির সমস্ত তথ্য সরিয়ে দেয়। তবে এক্ষেত্রে আলাদা আরেকটি বিষয় রয়েছে। নমিনি না করেও কেউ যদি নিজের পাসওয়ার্ড অন্য কাউকে নিয়ে রাখেন। মূল ব্যবহারকারীর মৃত্যুর পরে যাঁর কাছে পাসওয়ার্ড রয়েছে তিনি ফেসবুক আলাদা করে বন্ধ করে দিতে পারেন। তবে কেউ যদি ওই অ্যাকাউন্ট বন্ধ না করার আবেদন করেন, তাহলে মৃতের অ্যাকাউন্ট আগের মতোই চলতে থাকে।

Advertisement

সমস্ত তথ্য মুছে ফেলা হয়

শুধু ফেসবুক নয়, গুগলও এমন অপশন দেয়, যাতে ব্যবহারকারীর সমস্ত ডেটা সার্ভার থেকে মুছে যায়। অ্যাকাউন্ট মুছে ফেলার পরে, সমস্ত ফটো এবং অন্যান্য বিবরণ সার্ভার থেকে মুছে ফেলা হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মৃতের অস্তিত্ব সম্পূর্ণ মুছে যায়। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য বিভিন্ন বিভিন্ন ধাপ রয়েছে। 

POST A COMMENT
Advertisement