বাড়ি থেকে দূরে একা থাকেন? সস্তায় কিনতে পারেন এই মিনি ফ্রিজ

ই-কমার্স সাইট Flipkart-এ এমনই একটি মিনি ফ্রিজ পাওয়া যাচ্ছে। আর সেটির দামও বেশ কম। ১০ হাজার টাকারও কম দামে কেনা যাবে ফ্রিজটি। বিশেষ এই মিনি ফ্রিজটি নিয়ে এসেছে গোদরেজ। 

Advertisement
বাড়ি থেকে দূরে একা থাকেন? সস্তায় কিনতে পারেন এই মিনি ফ্রিজGodrej 30 L Qube Personal Cooling Solution
হাইলাইটস
  • একার জন্য মিনি ফ্রিজ
  • ১০ হাজার টাকার কমে এনেছে গোদরেজ
  • পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে

যদি কেউ অবিবাহিত বা ছাত্র কিংবা ছাত্রী হন এবং বাড়ি থেকে দূরে থাকেন, তাহলে তাঁকে অনেক হোম অ্যাপলায়েন্সেস কিনতে হয়। সেক্ষেত্রে গরমের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ফ্রিজের। ঠান্ডা জল করা কিংবা খাবার রাখা, সবের জন্যই ফ্রিজের দরকার হয়। কিন্তু, বাজেটের কারণে অনেকেই ফ্রিজ কেনেন না। তবে এবার আর চিন্তার দরকার নেই। এই প্রতিবেদনে এমন একটি মিনি ফ্রিজের কথা বলা হচ্ছে যেটি খুব সহজেই পড়ুয়া বা অবিবাহিতরা কিনতে পারবেন এবং সেটি তাঁদের কাজেও লাগবে। 

ই-কমার্স সাইট Flipkart-এ এমনই একটি মিনি ফ্রিজ পাওয়া যাচ্ছে। আর সেটির দামও বেশ কম। ১০ হাজার টাকারও কম দামে কেনা যাবে ফ্রিজটি। বিশেষ এই মিনি ফ্রিজটি নিয়ে এসেছে গোদরেজ। 

Godrej 30 L Qube Personal Cooling Solution কেনা যাবে Flipkart থেকে। এর ক্যাপাসিটি ৩০ লিটার। আকারে ছোট হওয়ায় এটি সেলফেও রাখা যায়। এর ওজনও কম। এই কারণে সহজেই এটি স্থানান্তর করা যায়। বর্তমানে ৭,৪৯০ টাকায় কেনা যাচ্ছে ফ্রিজটি। এছাড়াও প্রতি মাসে ২৭৭ টাকায় ইএমআই-তেও এটি বাড়িতে আনা আবে। এটি যথেষ্টই ঠান্ডা করে। তবে একটা বিষয় মনে রাখবেন, যেহেতু এটি মিনি ফ্রিজ, তাই এতে হালকা জিনিসই রাখতে হবে।

আরও পড়ুনমাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral

 

POST A COMMENT
Advertisement