scorecardresearch
 

Google-এ ভুল করেও এগুলি সার্চ করবেন না, হতে পারে জেল

Google Search: তবে কিছু শব্দ কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ, সেগুলো দিয়ে সার্চ করলে আপনি বিপদে পড়তে পারেন। হতে পারে জেলও।

Advertisement
গুগলে সার্চের সময় সাবধান (প্রতীকী ছবি) গুগলে সার্চের সময় সাবধান (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • এখন আমরা ডিজিটাল যুগের বাসিন্দা
  • শরীর খারাপ থেকে খাবার তৈরির উপায়- সব কিছুতেই গুগল যেন ভরসা হয়ে উঠেছে মানুষে
  • তবে কিছু শব্দ কিন্তু নিষিদ্ধ, হ্যাঁ, সেগুলো দিয়ে সার্চ করলে আপনি বিপদে পড়তে পারেন

Google Search: এখন আমরা ডিজিটাল যুগের বাসিন্দা। আমাদের জীবন ঘোরাফেরা করছে ডিজিটালের ওপর নির্ভর করে। কোনও কিছু জানতে হলে আমরা হাডির হই গুগলের কাছে।

আর হামেশাই উত্তর পেয়ে যাই। শরীর খারাপ থেকে খাবার তৈরির উপায়- সব কিছুতেই গুগল যেন ভরসা হয়ে উঠেছে মানুষের। রোজ কোটি কোটি মানুষ গুগলের ওপর নির্ভর করে নিজেদের কাজের অনেকটাই সারেন বললে ভুল বলা হবে না।

আরও পড়ুন: Monalisa ফ্লোরাল শর্ট ড্রেসে জলের ধারে আবেদনের ঢেউ তুলেছেন, দেখুন

তবে কিছু শব্দ কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ, সেগুলো দিয়ে সার্চ করলে আপনি বিপদে পড়তে পারেন। হতে পারে জেলও। চমকে গেলেও এটাই সত্যি। এবার আমরা দেখে নেব সেগুলো কী কী। আর ভুল করেও সেগুলো আবার সার্চ করতে বসবেন না যেন।

আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের

ফিল্ম পাইরেসি
সময়ের আগে সিনেমা ইন্টারনেটে প্রকাশ করলে তা ঘোরতর অপরাধ বলে বিবেচিত হয়। আপনি যদি এ কাজ করে থাকেন, তা হলে সাজা হবে। দোষ প্রমাণ হলে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা গোনার জন্য তৈরি থাকুন। 

আরও পড়ুন: প্রেমে ধাক্কা খেয়ে আত্মঘাতী TMC কাউন্সিলর, সঙ্গী UP থেকে পাকড়াও

বোমা বানানোর উপায়
মানুষ এমন সব জিনিসও সার্চ করেন, অনেক সময় যার মাথামুণ্ডু নেই। রহস্যজনক কোনও বিষয়ে নাড়াঘাঁটা না করাই ভাল। যেমন কী করে বোমা তৈরি হয়। এগুলির ওপর নজর রাখা হচ্ছে। সাইবার সেল অত্যন্ত তৎপর। এমন কাজ করলে আপনাকে খুঁজতে যেতে হবে জেলে। নিরাপত্তা সংস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। 

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তোলপাড় দাশনগর

Advertisement

গর্ভপাতের উপায়
কী করে গর্ভপাত করতে হয়, তা গুগলে সার্চ করলে বিপদ ডেকে আনতে পারে। আপনি কোনও ভাবেই এটা করতে পারেন না। ভারতের আইন বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া গর্ভপাত কোনও ভাবেই সম্ভব নয়।

আরও পড়ুন: 'কে কী বলল, তাতে কিছু যায়-আসে না,' সোজাসাপ্টা রোহিত শর্মা

ব্যক্তিগত ছবি এবং ভিডিও
কারও ব্যক্তিগত ছবি এবং ভিডিও গুগল, সোশ্য়াল মিডিয়ায় লিক করা মারাত্মক অপরাধ। এই কাজ করলে হাজতে পাঠানো হতে পারে। ভুল করেও কারও ব্য়ক্তিগত ছবি, ভিডিও আপলোড করবেন না।

আরও পড়ুন: 'আপনার ব্রা কোথায়?' Esha Gupta-কে প্রশ্ন নেট-নাগরিকদের

শিশুদের পর্ন
এটিও আরও একটি মারাত্মক অপরাধ। এ ব্যাপারে ভারতীয় আইন ব্যবস্থা অত্যন্ত কঠোর। কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে জেলে পাঠানো হতে পারে শাস্তি হিসেবে। 

 

Advertisement