Hero Destini 125: দেখতে সুন্দর, মাইলেজ খাসা! Activa-কে টেক্কা দেবে নতুন Destini?

Hero Destini 125-এর নতুন আপডেটেড মডেল আনল Hero MotoCorp। প্রায় ছয় বছর পর এই স্কুটারে বড় ধরনের আপডেট আনা হল। আগের মডেলের তুলনায় অনেকটাই স্টাইলিশ হয়েছে। তবে এর কম্পিটিশন মূলত একটাই স্কুটারের সঙ্গে, সেটা হল Honda Activa 125 । Hero Destini 125-এর তিনটি ভিন্ন ভ্যারিয়েন্ট বাজারে আনা হয়েছে। আসুন, নতুন Hero Destini 125 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
দেখতে সুন্দর, মাইলেজ খাসা! Activa-কে টেক্কা দেবে নতুন Destini?হিরো ডেস্টিনি ১২৫-এর সম্পর্কে জানুন বিশদে
হাইলাইটস
  • Hero Destini 125-এর নতুন আপডেটেড মডেল আনল Hero MotoCorp। 
  • প্রায় ছয় বছর পর এই স্কুটারে বড় ধরনের আপডেট আনা হল।
  • এর কম্পিটিশন মূলত একটাই স্কুটারের সঙ্গে, সেটা হল Honda Activa 125 ।

Hero Destini 125-এর নতুন আপডেটেড মডেল আনল Hero MotoCorp। প্রায় ছয় বছর পর এই স্কুটারে বড় ধরনের আপডেট আনা হল। আগের মডেলের তুলনায় অনেকটাই স্টাইলিশ হয়েছে। তবে এর কম্পিটিশন মূলত একটাই স্কুটারের সঙ্গে, সেটা হল Honda Activa 125 । Hero Destini 125-এর তিনটি ভিন্ন ভ্যারিয়েন্ট বাজারে আনা হয়েছে। আসুন, নতুন Hero Destini 125 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Hero Destini 125-এর ভ্যারিয়েন্টস:
Hero Destini 125-কে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – VX, ZX এবং ZX Plus। বেস ভ্যারিয়েন্ট VX-এ ফ্রন্ট ড্রাম ব্রেক এবং একটি ছোট LCD ইনসেট সহ একটি সাধারণ অ্যানালগ ড্যাশ রয়েছে। তবে এতে i3s স্টার্ট/স্টপ ফুয়েল-সেভিং প্রযুক্তি নেই। ZX ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ড্যাশ, ব্যাকলিট স্টার্টার বাটন, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পিলিয়ন ব্যাকরেস্টের সাথে অটো-ক্যান্সেলিং ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ZX+ ভ্যারিয়েন্টে ক্রোম এবং ব্রোঞ্জের ফিনিশিং সহ আরও কিছু আপডেটেড ফিচার্স দেওয়া হয়েছে। এর ফলে স্কুটারের লুক আরও আকর্ষণীয় হয়েছে।

হিরো ডেস্টিনি 125

 

Hero Destini 125-এর ইঞ্জিন এবং পারফর্ম্যান্স:
নতুন Hero Destini 125-এ 124.6 সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে। এতে ৭,০০০ আরপিএম-এ ৯ এইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ১০.৪ এনএম টর্ক উৎপাদন হয়। Hero MotoCorp-এর দাবি, এই স্কুটারে এক লিটার পেট্রোলে ৫৯ কিমি পর্যন্ত মাইলেজ মিলতে পারে(ICAT)।

গুরুত্বপূর্ণ ফিচার্স:
Hero Destini 125-এর সব ভ্যারিয়েন্টেই কম্বি ব্রেকিং সিস্টেম (CBS) হয়েছে। এছাড়াও এতে ইঞ্জিন কাট-অফ, বুট লাইটিং, মোবাইল চার্জিং-এর জন্য USB পোর্ট, এবং সিটের নিচে ১৯ লিটারের স্টোরেজ স্পেস। ফ্রন্ট অ্যাপ্রনে ২ লিটারের স্টোরেজ স্পেস এবং একটি হুক দেওয়া হয়েছে। সেই হুকে ৩ কেজি পর্যন্ত ভার বহন করা যাবে। তাই সংসারী, বাজার করা মানুষদের জন্য যে ভাবা হয়েছে, তা বলাই যায়।

লুক ও ডিজাইন:
Hero Destini 125-এর নতুন মডেলে ১২ ইঞ্চি চাকা রয়েছে। আগের মডেলের তুলনায় ৫৭ মিমি বেশি হুইলবেস। ZX এবং ZX+ ভ্যারিয়েন্টে ১৯০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক। ডেস্টিনিতে এই প্রথম। VX ভ্যারিয়েন্টে ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

Advertisement

সম্ভাব্য দাম:
Hero MotoCorp এখনো নতুন Hero Destini 125-এর দাম ঘোষণা করেনি। এর আগের মডেলের দাম শুরু হয়েছিল ৮০,০৪৮ টাকা থেকে। নতুন মডেলের দাম কত হবে, তার উপরেই এর সেল অনেকটা নির্ভর করছে। সম্ভবত অ্যাক্টিভার আশেপাশেই দাম রাখা হতে পারে।

POST A COMMENT
Advertisement