scorecardresearch
 

Honda Bike Recalled: এই মডেলের বাইকে লাগছে আগুন, ফ্রি সার্ভিসিং করছে হন্ডা, যেভাবে চেক করবেন

সংস্থা জানিয়েছে, বাইকগুলিতে কিছু ত্রুটি দেখা গিয়েছে৷ ক্র্যাঙ্ককেস কভারগুলি উৎপাদনের সময় ঠিকভাবে লাগানো হয়নি। তাপের কারণে সিলিং প্লাগটি আলগা হয়ে যেতে পারে। সিলিং প্লাগ আলগা হয়ে গেলে ইঞ্জিনের তেল বেরিয়ে যেতে পারে। তা বাইকের গরম অংশে আগুন ধরিয়ে দেয়।

Advertisement
honda cb300r honda cb300r
হাইলাইটস
  • বাইক ফিরিয়ে নিচ্ছে হন্ডা।
  • Honda CB300R-এ যান্ত্রিক ত্রুটি।

বাইকে আগুন ধরে যাওয়ার শঙ্কা। ধুমধাম করে লঞ্চ করেও বাইক ফিরিয়ে নিল হন্ডা (Honda Motorcycle and Scooter India বা HMSI)। সম্প্রতি CB300R 300cc বাইক লঞ্চ করেছিল সংস্থা। এই বাইকে আগুন ধরার আশঙ্কা। ২০২২ মডেলের কয়েকটি বাইক ফেরানো হচ্ছে বলে একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে সংস্থা। এই বাইকগুলির যান্ত্রিক ত্রুটি সারাবে সংস্থা। সেটা সম্পূর্ণ বিনামূল্যে।

সংস্থা জানিয়েছে, বাইকগুলিতে কিছু ত্রুটি দেখা গিয়েছে৷ ক্র্যাঙ্ককেস কভারগুলি উৎপাদনের সময় ঠিকভাবে লাগানো হয়নি। তাপের কারণে সিলিং প্লাগটি আলগা হয়ে যেতে পারে। সিলিং প্লাগ আলগা হয়ে গেলে ইঞ্জিনের তেল বেরিয়ে যেতে পারে। তা বাইকের গরম অংশে আগুন ধরিয়ে দেয়।

শুধু তাই নয়, তেল বের হয়ে গেলে টায়ারের সংস্পর্শে এসে গ্রিপ আলাগা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। রাইডারের শরীরে গরম তেল লাগলে পুড়ে যেতে পারে ত্বক। টায়ারে তেল পড়ার কারণে বাইক পিছলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে  বাইক চালানো বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন- মাংস রান্নার এই মশলায় গলবে শিরায় জমে থাকা কোলেস্টেরল, খান রোজ সকালে

Honda CB300R-এর মালিক হলে কী করবেন? কল, ইমেল বা এসএমএসের মাধ্যমে কোম্পানি CB300R গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবে। তাঁদের নিকটতম ডিলারশিপে যেতে বলা হবে। সেখানে বাইক চেক করা হবে। কোনও গ্রাহকরা বিগউইং-এর অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন। সেখানে দেখে নিতে পারেন যে তাঁর কাছে থাকা বাইকটির সার্ভিসিং দরকার কিনা। বাইকের নম্বর দিলেই বেরিয়ে আসবে তথ্য। 

আরও পড়ুন- সস্তার বাইক লঞ্চ হন্ডার, নববর্ষেই আনতে পারেন ঘরে

বাইকগুলির ত্রুটিপূর্ণ অংশগুলিতে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। বদলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ। ১৫ এপ্রিল থেকে সারা দেশে ডিলারশিপে শুরু হবে। বাইকের ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার পরেও প্রতিস্থাপন বিনামূল্যে করা হবে। 

Advertisement
Honda CB300R
Honda CB300R

গত বছরের জানুয়ারি মাসে CB300R লঞ্চ করেছে Honda। বাইকটি পরিবর্তিত এক্সস্ট ক্যানিস্টার, নতুন রঙের বিকল্প, আপডেটেড ইঞ্জিন, USD ফর্ক ইত্যাদি দিচ্ছে সংস্থা। কোম্পানি এই বাইকে ২৮৬ সিসির ক্ষমতার একটি লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে। রয়েছে একটি ৬ স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনটি ৩১.১bhp শক্তি এবং ২৭.৫Nm টর্ক জেনারেট করে। এই বাইকের দাম ২.৭৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 


 

Advertisement