5G in Kolkata: কলকাতা-শিলিগুড়িতে আজ শুরু ফ্রি 5G পরিষেবা

অবশেষে প্রতিক্ষার অবসান। বিজয়া দশমীর দিনেই কলকাতা-সহ চারটি শহরের 5G পরিষেবার বিটা ট্রায়াল শুরু করল জিয়ো। নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের নিয়ে ৫ অক্টোবর বুধবার থেকে কলকাতা, মুম্বই, দিল্লি এবং বারাণসীতে এই ট্রায়াল শুরু হল। যে ট্রায়াল প্রক্রিয়ায় গ্রাহকরা প্রতি সেকেন্ডে এক গিগাবাইট পর্যন্ত স্পিড উপভোগ কতে পারবেন।

Advertisement
 কলকাতা-শিলিগুড়িতে আজ শুরু ফ্রি 5G পরিষেবাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • অবশেষে প্রতিক্ষার অবসান
  • বিজয়া দশমীর দিনেই কলকাতা-সহ চারটি শহরের 5G পরিষেবার বিটা ট্রায়াল শুরু করল জিয়ো
  • শিলিগুড়িতেও মিলছে 5G

অবশেষে প্রতিক্ষার অবসান। বিজয়া দশমীর দিনেই কলকাতা-সহ চারটি শহরের 5G পরিষেবার বিটা ট্রায়াল শুরু করল জিয়ো। নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের নিয়ে ৫ অক্টোবর বুধবার থেকে কলকাতা, মুম্বই, দিল্লি এবং বারাণসীতে এই ট্রায়াল শুরু হল। যে ট্রায়াল প্রক্রিয়ায় গ্রাহকরা প্রতি সেকেন্ডে এক গিগাবাইট পর্যন্ত স্পিড উপভোগ কতে পারবেন। দুর্গাপুজোর নবমীর দিন একটি বিবৃতিতে জিয়োর তরফে জানানো হয়েছে, ‘২০২২ সালের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সাফল্যের সঙ্গে নিজেদের True-5G সার্ভিসের বর্ণনার পর দশেরার শুভ মুহূর্তে চারটি শহর তথা মুম্বই, দিল্লি, কলকাতা এবং বারাণসীর (নির্দিষ্ট) গ্রাহকদের জন্য বিটা ট্রায়াল শুরু করতে চলেছে জিয়ো।’

ফলত কলকাতায় আজ থেকেই  জিও 5G পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরু হয়ে গেল। এর আগে ২০১৭ সালে 4G লঞ্চের সময়েও ওয়েলকাম অফারে গ্রাহকদের বিনামূল্যে ডেটা দিয়েছিল রিলায়েন্স জিও। গ্রাহকদের কাছে 5G ফোন থাকলেই আপাতত সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করা যাবে।

কোন কোন গ্রাহকরা এখন আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন 
নিজেদের Jio True 5G Welcome Offer-র আওতায় গ্রাহকদের আমন্ত্রণ পাঠাবে জিয়ো। ওই গ্রাহকরা আনলিমিটেড Jio 5G ডেটা পাবেন। প্রতি সেকেন্ডে এক গিগাবাইট (GB বা জিবি) পর্যন্ত স্পিড পাবেন তাঁরা। জিয়োর তরফে জানানো হয়েছে, যে গ্রাহকদের আমন্ত্রণ জানানো হবে, তাঁরা এমনিতেই Jio True 5G সার্ভিসের সুযোগ পাবেন। সেজন্য তাঁরা বর্তমানে যে সিম এবং 5G মোবাইল সেট ব্যবহার করেন, তা পাল্টাতে হবে না।

গত পয়লা অক্টোবর ষষ্ঠীর দিন, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্ট থেকে ভারতে 5G পরিষেবা সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5G নেটওয়ার্কে 4G নেটওয়ার্কের থেকে কয়েকগুণ বেশি স্পিড পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া দেশের উন্নতির বড় ভিশন। এই 5G প্রযুক্তি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ডিজিটাল ইন্ডিয়ার ভিশন। এটি ভারতের যুবকদের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। গ্রামের স্কুলের পড়ুয়া, শ্রমিকরা সকলের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশার প্রত্যন্ত এলাকায় স্কুল পড়ুয়ারা এই সার্ভিসের ফলে বাড়িতে বসেই অনলাইন পড়াশুনার সুযোগ পাবেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

শিলিগুড়িতেও মিলছে 5G 
দেশের মোট আটটি শহরে এয়ারটেল ইতিমধ্যেই তাদের 5G পরিষেবা চালু করে দিয়েছে। আর সেই নিরিখেই দেশের প্রথম সংস্থা হিসেবে এয়ারটেল তাদের 5G চালু করেছে। দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়িতে আপাতত Airtel তার 5G পরিষেবা চালু করেছে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, 2023-এর মার্চ মাসের মধ্যে আরও বেশ কিছু শহরে Airtel 5G চালু হবে এবং 2024 সালের মার্চের মধ্যে দেশের প্রতিটা প্রান্তে পৌঁছে যাবে Airtel 5G নেটওয়ার্ক। আপাতত Airtel তার 5G পরিষেবা চালু করেছে 4G-র খরচেই, কোম্পানির তরফে এমনটাই জানানো হয়েছে। তবে 5G-র জন্য নতুন ট্যারিফ প্ল্যানও শীঘ্রই নিয়ে আসা হবে বলে আরও জানিয়েছে ভারতী এয়ারটেল। 

সিম না বদলেই মিলছে 5G
দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসীতে শুরু হয়ে গেল রিলায়েন্স জিও-র 5G পরিষেবা৷ জিও-র বর্তমান গ্রাহকদের জিও-র 5G পরিষেবার বিটা ট্রায়াল নেওয়ার আমন্ত্রণও দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ যাঁরা জিও-র 5G পরিষেবার বিটা ট্রায়াল অফার গ্রহণ করবেন, তাঁরা বিনামূল্যে ১জিবিপিএস পর্যন্ত ডেটা স্পিড উপভোগ করতে পারবেন বলে দাবি করেছে সংস্থা৷ যে জিও গ্রাহকদের কাছে ৫জি এনাবেলড স্মার্টফোন রয়েছে, ৫জি পরিষেবা পাওয়ার জন্য তাদের সিম কার্ডও বদলাতে হবে না৷ সংস্থার পক্ষ থেকে জিও ৫জি ওয়েলকাম অফার পেলে তাঁদের সিম  5G পরিষেবার জন্য আপগ্রেড করে দেওয়া হবে৷ পাশাপাশি 5G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে Airtel কাস্টমারদেরও নতুন SIM প্রয়োজন নেই। সম্প্রতি এয়ারটেল কাস্টমারদের কাছে লেখা একটি চিঠিতে কোম্পানির CEO গোপাল ভিত্তল দাবি করেছেন, “আপনার Airtel সিমটি ইতিমধ্যেই 5G সক্রিয়। তাই এটি আপনার 5G স্মার্টফোনেও কাজ করবে।” কোম্পানি অবশ্য যোগ করেছে যে, 5G নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য গ্রাহকদের 5G ফোন থাকতে হবে। তবে, তাদের বিদ্যমান 4G সিম প্রতিস্থাপন করার প্রয়োজন নেই।

POST A COMMENT
Advertisement