scorecardresearch
 

5G রিচার্জের খরচ কত? মুকেশ অম্বানি যা জানালেন...

5G রিচার্জের জন্য কত টাকা খরচ করতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে টেলিকম সংস্থাগুলির দাবি, বর্তমানের 4G-র দামের সঙ্গে খুব একটা হেরফের হবে না 5G প্ল্যানের। এটাও ঠিক, 5G রিচার্জে 4G-এর থেকে বেশি খরচ হবে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খরচ কম হবে।

Advertisement
মুকেশ অম্বানি। মুকেশ অম্বানি।
হাইলাইটস
  • 5G রিচার্জের জন্য কত টাকা খরচ করতে হবে তা এখনও স্পষ্ট নয়।
  • টেলিকম সংস্থাগুলির দাবি, বর্তমানের 4G-র দামের সঙ্গে খুব একটা হেরফের হবে না 5G প্ল্যানের।

ভারতে 5G পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে দেশের একাধিক শহরে মিলবে 5G। তবে গোটা দেশে এখনই ফাইভজি পরিষেবা পাওয়া যাবে না। আগামী বছরের শেষে দেশের সব প্রান্তেই মিলবে ফাইভজি।  এখন প্রশ্ন হল, ফাইভজি রিচার্জে কত খরচ পড়বে? এখনও পর্যন্ত কোনও সংস্থাই 5G রিচার্জ প্ল্যানের দাম ঘোষণা করেনি। তবে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন, ভারতে সস্তায় 5G পরিষেবা দেবে জিও।

মুকেশ অম্বানি কথায়,'২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি শহর, গ্রাম এবং ওয়ার্ডে 5G পরিষেবা দেবে জিও। Jio-এর বেশিরভাগ 5G প্রযুক্তি ভারতে তৈরি। এতে আত্মনির্ভর ভারতের ছাপ রয়েছে।'

তিনি বলেন,'ভারতের টেলিকম ইতিহাসে 5G আর পাঁচটা সাধারণ ঘটনার মতো নয়। ১৪০ কোটি ভারতীয়দের আশা এবং আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে। 5G-এর সঙ্গে 'সব কা ডিজিটাল সাথ' এবং 'সব কা ডিজিটাল বিকাশে'র দিকে এগিয়ে চলবে ভারত। '

5G রিচার্জের জন্য কত টাকা খরচ করতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে টেলিকম সংস্থাগুলির দাবি, বর্তমানের 4G-র দামের সঙ্গে খুব একটা হেরফের হবে না 5G প্ল্যানের। এটাও ঠিক, 5G রিচার্জে 4G-এর থেকে বেশি খরচ হবে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খরচ কম হবে।

মুকেশ অম্বানি এ দিন বলেন,'বিরাট জনসংখ্যা ও  ডিজিটাল প্রযুক্তির শক্তি ব্যবহার করে দুনিয়ায় অগ্রণী স্থানে পৌঁছচে পারে। ভারতকে ২০৪৭ সালের মধ্যে $৩ ট্রিলিয়ন অর্থনীতি থেকে ৪০ ট্রিলিয়ন-ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া সম্ভব। মাথাপিছু আয় $২,০০০ থেকে বেড়ে হবে $২০,০০। এটা একেবারেই অতিশয়োক্তি হবে না, 5G একটি ডিজিটাল কামধেনুর মতো, যা চাই সেটাই দিতে সক্ষম।'

আরও পড়ুন- ৬৭ পর্ন ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় কারা?

Advertisement

Advertisement