scorecardresearch
 

আজ OnePlus 10 Pro-এর সেল শুরু, প্রথমেই বিরাট ডিসকাউন্ট, কোথায় পাবেন?

Amazon ছাড়া ওয়ান প্লাসের ওয়েবসাইট থেকেও কেনা যাবে ফোনটি। ফোনটিকে ২টি কনফিগারেশনে ল়ঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 66,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 71,999 টাকা। Emerald Forest ও Volcanic Black, এই দুটি রঙে পাওয়া যাাবে হ্যান্ডসেটটি। 

Advertisement
OnePlus 10 Pro OnePlus 10 Pro
হাইলাইটস
  • আজ বিক্রি শুরু OnePlus 10 Pro-র
  • ৩১ মার্চ লঞ্চ হয় ভারতে
  • প্রথমেই থাকছে বিশেষ ছাড়

আজ সেল শুরু OnePlus 10 Pro স্মার্টফোনের। একইসঙ্গে Bullets Wireless Z2 ও Buds Pro Silver Edition-এরও বিক্রি শুরু আজ। এই সবকটি প্রোডাক্টই গত ৩১ মার্চ লঞ্চ হয়েছে ভারতে। ওয়ান প্লাসের এই ফোনটিতে রয়েছে Snapdragon চিপসেট, 120Hz রিফ্রেশ রেট, ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফাস্ট চার্জিং। দুপুর বারোটায়  Amazon-এ শুরু সেল। Bullets Z2 ও Buds Pro-ও থাকছে অ্যামাজনে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 

OnePlus 10 Pro-এর দাম ও অফার
Amazon ছাড়া ওয়ান প্লাসের ওয়েবসাইট থেকেও কেনা যাবে ফোনটি। ফোনটিকে ২টি কনফিগারেশনে ল়ঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 66,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 71,999 টাকা। Emerald Forest ও Volcanic Black, এই দুটি রঙে পাওয়া যাাবে হ্যান্ডসেটটি। 

এই ফোনে SBI ক্রেডিট কার্ডে 4500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার রয়েছে। রয়েছে 7000 টাকার এক্সচেঞ্চ বোনাস। আর Bullets Z2 কেনা যাবে 1999 টাকায়।  Amazon.in ও OnePlus-এর ওয়েবসাইট থেকে কেনা যাবে ফোনটি। 

স্পেসিফিকেশন
ডুয়াল সিম সাপোর্টের এই স্মার্টফোনটি অ্যানড্রয়েড 12 বেসড Oxygen OS 12.1-এ কার্যকরী। রয়েছে  6.7-inch QHD+ AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz পর্যন্ত।  ডিসপ্লের নিরাপত্তার জন্য ফোনটিতে গোরিলা গ্লাস ভিকটাস দিয়েছে সংস্থা।  রয়েছে Snapdragon 8 Gen 1 প্রসেসার। 

অন্যদিকে এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ। এর মেইন লেন্স 48MP। তাছাড়াও ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি  5000mAh। রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটির ওজন 201 গ্রাম। 

আরও পড়ুনকেদারনাথ খুলছে ৬ মে, কোথায়-কীভাবে বুকিং?

Advertisement

 

Advertisement