scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kedarnath Yatra 2022 : কেদারনাথ খুলছে ৬ মে, কোথায়-কীভাবে বুকিং? রইল সব তথ্য

কেদারনাথ মন্দির
  • 1/7

Kedarnath Yatra 2022: আজ শুরু কেদারনাথ যাত্রার হেলি পরিষেবার বুকিং। এর জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে উত্তরাখণ্ড সিভিল অ্যাসোসিয়েশান ডেভলপমেন্ট অথরিটি (UCADA)।

কেদারনাথ মন্দির
  • 2/7

টিকিটের কালেবাজারি বন্ধ করতে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমকে (GMVN) টিকিট বুকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৬ মে খুলছে মন্দিরের দরজা। 

কেদারনাথ মন্দির
  • 3/7

রিপোর্ট অনুসারে, কেদারনাথ যাত্রার জন্য গুপ্তকাশী, সিরসি ও ফাটা থেকে হেলি পরিষেবা নেওয়ার জন্য টিকিটের বুকিং আজই শুরু। 

Advertisement
কেদারনাথ মন্দির
  • 4/7

এই বিষয় উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভলপমেন্ট বোর্ডের সেক্রেটরি দিলীপ জাভলকর বলেন, তীর্থযাত্রীদের সুবিধার্থে GMVN-র ওয়েবসাইট  https://heliservices.uk.gov.in/-এ হেলি পরিষেবার টিকিট পাওয়া যাবে। 

কেদারনাথ মন্দির
  • 5/7

এক্ষেত্রে তীর্থযাত্রীদের ওয়েবসাইট থেকেই টিকিট বুকিংয়ের পরামর্শই দিয়েছেন তিনি। হেলি পরিষেবার দু'পিঠের ভাড়া প্রায় ৫ হাজার টাকা। 

কেদারনাথ মন্দির
  • 6/7

কেদারনাথ তীর্থযাত্রীদের আগে থেকেই সমস্ত প্রস্তুতি রাখতে হবে। থাকার হোটেল ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখন থেকেই সেরে ফেলতে হবে। GMVN-এর ওয়েবসাইটে সাশ্রয়ী মূল্যে হোটেল, খাবার এবং অ্যাক্টিভিটিজ বুক করা যাবে। 
 

আরও পড়ুননেচে-গেয়ে একাই পার্টি মাতালেন কপিল শর্মা, দেখুন ছবি-ভিডিও

বদ্রিনাথ মন্দির
  • 7/7

শুরু হবে বদ্রিনাথ যাত্রাও
কেদারনাথের পাশাপাশি ৮ মে খুলছে বদ্রিনাথ ধামের দরজাও। প্রসঙ্গত, তুষারপাতের কারণে প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়  গাড়োয়াল-হিমালয়ের চারধাম কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। ফের তা খোলা হয় এপ্রিল-মে মাসে। 
 

Advertisement