Tata Nano Electric: এবার নতুন অবতারে টাটা ন্যানো, দৌড়বে বিদ্যুতে! কবে আসছে বাজারে?

টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার স্বপ্নের গাড়ি টাটা ন্যানো। যে গাড়ির সঙ্গে পরিচিত বঙ্গবাসী। সিঙ্গুরে হওয়ার কথা ছিল কারখানা। এখান থেকে পাততাড়ি গোটানোর পর ২০০৮ সালে গুজরাতে সানন্দের কারখানায় চালু হয়েছিল উৎপাদন।

Advertisement
এবার নতুন অবতারে টাটা ন্যানো, দৌড়বে বিদ্যুতে! কবে আসছে বাজারে?ইলেকট্রিক ন্য়ানো ডিজাইনারের কল্পনায়
হাইলাইটস
  • আসতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ি ।
  • যদি সংস্থা ঘোষণা করেনি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রিক গাড়ির বহর বাড়াচ্ছে টাটা মোটরস। হালে Tiago EV লঞ্চ করেছে তারা। প্রাথমিক মূল্য ৮.৪৯ লক্ষ টাকা। এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম দামি বৈদ্যুতিক গাড়ি। এবার শোনা যাচ্ছে, Tata Nano-কেও বৈদ্যুতিক অবতারে আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে ইতিমধ্যেই ন্যানো ইলেকট্রিকের কয়েকটি ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যা তৈরি করেছেন এক অটোমোটিভ ডিজাইনার।

টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার স্বপ্নের গাড়ি টাটা ন্যানো। যে গাড়ির সঙ্গে পরিচিত বঙ্গবাসী। সিঙ্গুরে হওয়ার কথা ছিল কারখানা। এখান থেকে পাততাড়ি গোটানোর পর ২০০৮ সালে গুজরাতে সানন্দের কারখানায় চালু হয়েছিল উৎপাদন। কেটে গিয়েছে প্রায় ১৪ বছর। স্কুটার এবং বাইকের বিকল্প হিসেবে আনা হয়েছিল সস্তার চার চাকা। এক লাখি এই গাড়ি প্রথমে সাড়া ফেলেছিল। তবে ধীরে ধীরে কমতে থাকে চাহিদা। ২০১৮ সালে উৎপাদন বন্ধ হয়ে যায়।

এই ছোট গাড়িটি আবারও হয়ে উঠেছে সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু। জানা গিয়েছে, টাটা ন্যানোকে এবার ইলেকট্রিক গাড়ি হিসেবে আনতে চলেছে সংস্থা। টাটা মোটরসের তরফ থেকে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। বৈদ্যুতিক গাড়ি নিয়ে টাটা মোটরস যেভাবে এগোচ্ছে, তা দেখে সংস্থা অদূর ভবিষ্যতে বৈদ্যুতিক ন্যানো আনতে পারে।

টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকলের (EV's) চাহিদা বাড়ছে বলে দাবি করেছেন চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সংস্থার ৭৭ তম এজিএমে তিনি জানিয়েছিলেন, 'কোম্পানি আর্থিক বছর ২১-এ ৫,০০০ এবং আর্থিক বছর ২২-এ ১৯,৫০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। কোম্পানির লক্ষ্য বর্তমান আর্থিক বছরে  ৫০,০০০ বৈদ্যুতিক যান বিক্রি। আর্থিক বছর ২৪-এর মধ্যে তা ১ লক্ষে নিয়ে যাওয়া। চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ২৪,০০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে সংস্থা।

কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বহরে রয়েছে, Tata Nexon EV, Tata Tiago EV, Tigor EV এবং Express-T EV। শীঘ্রই বাজারে আসছে এসইউভি টাটা পাঞ্চের বৈদ্যুতিক সংস্করণ। কনসেপ্ট গাড়ি বা আগামীর গাড়ি Curvv আর Avinya-ও আত্মপ্রকাশ করেছে কদিন আগে। সংস্থা ঘোষণা করেছে,আগামী পাঁচ বছরে আসবে ১০টি নতুন মডেল। 

Advertisement

একটা সময় রতন টাটা ন্যানোতে চড়ে মুম্বইয়ের তাজ হোটেলে পৌঁছেছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। রতন টাটা প্রশংসিত হয়েছিলেন।একাধিক বিলাসবহুল গাড়ির মালিক চড়ছেন এক লাখি গাড়িতে!আসলে সেটি সাধারণ টাটা ন্যানো নয় বরং একটি কাস্টমাইজড ন্যানো বৈদ্যুতিক গাড়ি ছিল।

ন্যানোর ইলেকট্রিক গাড়ি।
ন্যানোর ইলেকট্রিক গাড়ি।

এই কাস্টমাইজড ন্যানো ইলেকট্রিক গাড়িটি ইলেকট্রিক ইভি। একটি ইলেকট্রিক পাওয়ারট্রেন সলিউশন কোম্পানি তৈরি করেছিল। এতে ৭২V ক্ষমতার একটি পাওয়ারট্রেন এবং একটি সুপার পলিমার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি একবার চার্জে ১৬০ কিলোমিটার পর্যন্ত দৌড়োয়। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলতে সক্ষম।

আরও পড়ুন- আরও একটা শহরে চালু এয়ারটেল ৫জি, 4G-র রিচার্জেই সুপারস্পিড ইন্টারনেট

POST A COMMENT
Advertisement