Advertisement

Delhi Artificial Cloud: কৃত্রিম মেঘ বানিয়ে ব্যাপক বৃষ্টিপাতের পাক্কা প্ল্যান! আর গরমে কষ্ট নয়

তীব্র গরমে অনেক সময়ই মন চায় একটু স্বস্তির বৃষ্টি। আবার কৃষিকাজের জন্যও বৃষ্টির প্রয়োজন পড়ে। তবে বৃষ্টি কী আর হাতের মোয়া, যে চাইলেই পাওয়া যায়। বৃষ্টি তো প্রকৃতির খেয়াল। যখন বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়, তখনই ঝরে পড়ে বারিধারা। কিন্তু যদি কৃত্রিম উপায়ে বৃষ্টি করানো যায়? ভাবছেন, এ আবার কী কথা বলছি? ঠিকই শুনছেন। এবার Delhi তে হতে চলেছে Artificial Rain। এই বিষয়ে IIT Kanpur র সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে দিল্লি সরকারের। মূলত বায়ু দূষণ কমাতেই এই উদ্যোগ। চলুন বিষয়টি বিস্তারিতবাবে জেনে নেওয়া যাক।

Artificial rain initiative in Delhi to reduce air pollution

Advertisement