scorecardresearch
 
Advertisement

Satellite Crashed : AI অ্যাঙ্কর আয়নার ব্যাখ্যা শুনুন, কীভাবে পৃথিবীর বুকে আছড়ে পড়ল স্যাটেলাইট

Satellite Crashed : AI অ্যাঙ্কর আয়নার ব্যাখ্যা শুনুন, কীভাবে পৃথিবীর বুকে আছড়ে পড়ল স্যাটেলাইট

পৃথিবীর বুকে আছড়ে পড়ল স্যাটেলাইট। আর সেই আড়ছে পড়ার ছবি পোস্ট করল ইউরোপীয় স্পেস এজেন্সি। Aeolus নামে কৃত্তিম উপগ্রহটি 2018 সালে উৎক্ষেপণ করেছিল ইউরোপীয় স্পেস এজেন্সি। স্যাটেলাইটি শক্তিশালী লেজার প্রযুক্তিতে সজ্জিত ছিল। বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য Aeolus-কে পাঠানো হয়েছিল কক্ষপথে। ESA সূত্রে খবর, যে উদ্দেশ্য নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল, সেই মিশন শেষ করেছে Aeolus। সেই কারণেই স্যাটেলাইটটিকে পৃথিবী পৃষ্ঠে ফিরিয়ে আনা হয়। গত 19 জুন থেকে এই কাজ শুরু করেন ESA-র জ্যোতির্বিজ্ঞানীরা। কয়েকদিন আগে বিপদের কথা শুনিয়েছিল ইউরোপীয় স্পেশ এজেন্সি। পৃথিবীর বুকে তাদের একটি কৃত্তিম উপগ্রহ আছড়ে পড়বে বলে জানিয়েছিল তারা।

European Space Agency Posts Blazing Photo Of Satellite Falling To Earth

Advertisement