গ্যাস সিলিন্ডার। প্রতি মাসে নশো টাকার বেশি দাম দিয়ে এই সিলিন্ডার কিনতে গেলে রীতিমতো নাজেহাল হতে হয় সাধারণ মধ্যবিত্তকে। অবশ্য বেশ কয়েক মাস ধরে রাজ্যে ৯২৯ টাকায় গ্যাস পাওয়া গেলেও হিন্দি বলয়ে পাঁচ রাজ্যের ভোটের আগে এক লপ্তে দুশো টাকা দাম কমায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যার ফলে হাজারের ১৪.২ কেজি ওজনের ডোমেস্টিক সিলিন্ডারের বেশি দাম কমে দাঁড়ায় ৯২৯ টাকা। কিন্তু এবার আর রান্নার গ্যাস সিলিন্ডারের ঝক্কি থাকবে না। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। জানা যাচ্ছে এবিষয়ে উদ্যোগী হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল।
Indian Oil unveils indoor solar cooking stove