Advertisement

iPhone 15 কেনার বিশাল লাইন মুম্বইয়ে, দাম জানেন?

একটি নতুন স্মার্টফোন বাজারে এলে যে এমন লাইন পড়ে যেতে পারে, তা বোধ হয় Apple-এর পক্ষেই সম্ভব। Apple বাজারে এনেছে iPhone 15। বাজারে আসতেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। জটায়ুর কথায়, 'সেলিং লাইক হট কচুরিজ'। iPhone 15 কিনতে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপেল স্টোরের সামনে বিশাল লাইন। ভারতেও এক অবস্থা। মুম্বই ও বেঙ্গালুরুতে অ্যাপেল স্টোরের সামনে ভোর থেকে বিরাট লাইন। অ্যাপেল iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max লঞ্চ করেছে। এবং এই প্রথম ভারতের গ্রাহকরা সরাসরি অ্যাপেল স্টোর থেকে iPhone-এর লেটেস্ট মডেল কিনছেন।

Customers Flock to Mumbai Store as Apple Releases iPhone 15

Advertisement
POST A COMMENT