Advertisement

VIDEO: জমকালো উদ্বোধন! করোনাকে পাশে রেখেই শুরু টোকিও অলিম্পিক

শুরু হয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)। পাশাপাশি টোকিও অলিম্পিকে পা রাখেছেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন বক্সার মেরি কম ও হকি তারকা অধিনায়ক মনপ্রীত সিং। সঙ্গে থাকলেন ভারতের অন্যান্য অ্যাথলিটরা। জমকালো আতশবাজি ও গ্রাফিক্যাল আর্ট দিয়ে শুরু হল অলিম্পিকের অনুষ্ঠান। অবশেষে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই এক বছর পিছিয়ে হচ্ছে দ্যি গ্রেটেস্ট শো অফ আর্থ অলিম্পিক।

Advertisement