আর কয়েকদিন পরেই ২০২১ সাল। শোনা যাচ্ছে নতুন বছরে উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। খুব শীঘ্রই বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। জানা গিয়েছে, ডিসেম্বরের শেষেই বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার।
পুরো বিশ্ব অর্থনীতি করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত। গোটা দুনিয়ায় দেখা দিয়েছে মন্দা। এরকম পরিবেশে রাষ্ট্রীয় কোষাগারেও প্রভাব পড়েছে। তার ফলে চলতি বছর দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়েনি। সরকার কর্মীদের ডিএ বা মাহার্ঘ ভাটাতেও কাটতি করেছে। বর্তমান হার ২১ শতাংশ হলেও লকডাউন এবং করোনা সঙ্কটের কারণে রাষ্ট্রীয় কোষাগারের উপর প্রভাব পড়ায় ১৭ শতাংশ হার কার্যকর করা হয়েছে।
কর্মী এবং পেনশনভোগীদের জন্য এই ব্যবস্থাটি ২০২১ সালের জুন পর্যন্ত কার্যকর করা হবে বলে ঘোষণা করেছিল মোদী সরকার। তবেই এবার সরকার ডিএ কাটা বন্ধ করতে পারে। যদি এটি ঘটে থাকে, তবে কর্মচারীরা বেতন বাড়বে, এবং পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন।
প্রতি বছর জুলাইয়ে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করা হয়। কিন্তু এবার এপ্রিলে করোনাভাইরাস মহামারির কারণে সরকার কর্মীদের ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সরকারী কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বছরে দু'বার ডিএ দেওয়া হয়।
শোনা যাচ্ছে এনডিএ সরকার মহার্ঘ ভাতা (ডিএ) বাড়াতে পারে। যাতে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় রেলে নন-গেজেটেড ও নন-গেজেটেড মেডিক্যাল কর্মী পদে কর্মরত কর্মচারীদেরও পদোন্নতির সুবিধা দেওয়া হতে পারে সপ্তম বেতন কমিশনে। নন-গেজেটেড মেডিক্যাল কর্মীদের বেতন প্রতি মাসে কমপক্ষে ৫০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে বলে জানা যাচ্ছে।
সপ্তম বেতন কমিশনে এইচআরএ, ডিএ এবং টিএও বাড়তে পারে। সপ্তম পে কমিশনের আওতায় ল্যাব স্টাফ, স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক, স্টাফ নার্স, ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ডায়েটিশিয়ানস এবং পরিবার কল্যাণ সংস্থাগুলির কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে ।
কেন্দ্রীয় কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাদের ন্যূনতম বেতন ২৬,০০০ টাকা হওয়া উচিত। কিন্তু বর্তমানে তাঁরা নূন্যতম বেতন পান ১৮,০০০ টাকা। সপ্তম পে কমিশনের অধীনে যদি তাদের বেতন বৃদ্ধি পায়, তবে কেন্দ্রের কর্মীদের এই অভিযোগ দূর হয়ে যাবে।
এতদিন যাবৎ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম পেনশনের পরিমাণ ছিল ৩,৫০০ টাকা। কিন্তু সপ্তম পে কমিশন যে সুপারিশ ধার্য করেছে তাতে তার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৯,০০০ টাকা। গ্যাচুয়িটির ঊর্ধ্বসীমা ১০ লক্ষ থেকে বেড়ে ২০ লক্ষ হতে পারে।
গোটা দেশ মিলিয়ে প্রায় ৬০ লক্ষ পেনশনভোগী আছেন কেন্দ্রীয় সরকারের। এবার তাঁদের র্বোচ্চ পেনশন বেড়ে হচ্ছে ১,২৫,০০০ টাকা। ন্যূনতম ৯০০০ টাকা। আর কেন্দ্রের সর্বোচ্চ বেতন হতে চলেছে আড়াই লক্ষ টাকা।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই প্রস্তাব মেনে নিয়ে নোটিফিকেশন জারি করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হতে চলেছে। সেই নোটিফিকেশনে নির্দেশ দেওয়া হয়েছে , গ্র্যাচুয়িটির ঊর্ধ্বসীমা ২৫ শতাংশ বাড়বে। এর পাশাপাশি বেসিকের ওপর মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৫০ শতাংশ।