scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar Card Loan: Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 1/7

করোনা মহামারির ফলে মানুষের আর্থিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমেছে। ফলে নানা সঙ্কটের মোকাবিলায় ঋণের প্রয়োজন বেড়েছে। কিন্তু ঋণ পেতে গিয়েও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 2/7

এই পরিস্থিতিতে এ বার কয়েকটি সাধারণ শর্ত পূরণের পর Aadhaar Card দেখিয়েই পেতে পারেন ব্যক্তিগত ঋণ (Personal Loan)। তবে এ ক্ষেত্রে আপনার আধারের তথ্যে কোনও ভুল থাকলে চলবে না।

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 3/7

এ ক্ষেত্রে ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনও রকম সিকিউরিটি মানি জমা দিতে হবে না। শুধুমাত্র Aadhaar Card থাকলেই নেওয়া যাবে ব্যক্তিগত ঋণ (Personal Loan)। চলুন Aadhaar Card থেকে ব্যক্তিগত ঋণ পাওযার শর্ত ও পদ্ধতি জেনে নেওয়া যাক...

Advertisement
Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 4/7

Aadhaar কার্ডের মাধ্যমে ব্যক্তিগত ঋণ পেতে হলে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর। এ ক্ষেত্রে ঋণের জন্য আবেদনকারীর বয়স কোনও ভাবেই ৬০ বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না। আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হলে তাঁর ঋণের আবেদন গ্রহণ করবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 5/7

Aadhaar কার্ডের মাধ্যমে ব্যক্তিগত ঋণ পেতে হলে, প্রথমে যে ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নিতে চান, ওই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন সেকশনে ক্লিক করতে হবে।

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 6/7

এই পর্যায়ে ব্যক্তিগত ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করে নেওয়ার পর 'অ্যাপ্লাই' করুন। ব্যক্তিগত ঋণ পাওয়ার জন্য অ্যাপ্লাই করার পর আবেদনকারীর থেকে ব্যক্তিগত তথ্য জানতে চাইবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখানে আবেদনকারীর পেশা, মাসিক আয়, অন্যান্য ঋণ নেওয়া থাকলে সে সংক্রান্ত বিবরণ ইত্যাদি তথ্য জানতে চাইবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Aadhaar Card থেকে Personal Loan! জেনে নিন কী ভাবে পাবেন
  • 7/7

আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যাচাই করার পর Aadhaar কার্ডের কপি ব্যাঙ্কের ওয়েবসাইটে বা অ্যাপে আপলোড করতে বলবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। Aadhaar কার্ডের কপি ব্যাঙ্কের ওয়েবসাইটে বা অ্যাপে আপলোড করার পর ওই তথ্য যাচাই করার পর সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আধারের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যক্তিগত ঋণের টাকা ঢুকে যাবে।

Advertisement