scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhar Update Fees Online : পোর্টালে আধার আপডেট এখন ফ্রি, সময়সীমা সীমিত

প্রতীকী ছবি
  • 1/6

আপনিও যদি আপনার আধার আপডেট করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখনও পর্যন্ত আধার আপডেট করার জন্য আপনাকে ২৫ টাকা দিতে হত। কিন্তু এখন আর তা লাগবে না। 

প্রতীকী ছবি
  • 2/6

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার নথি অনলাইনে আপডেট করার সুবিধা দিচ্ছে। অর্থাৎ, এখন আপনাকে আর আগের মতো অর্থ দিতে হবে না। ইউআইডিএআই-এর এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।
 

প্রতীকী ছবি
  • 3/6

এতদিন ২৫ টাকা দিতে হত
এখনও পর্যন্ত আধার পোর্টালে নথি আপডেট করার জন্য মানুষকে ২৫ টাকা দিতে হত (Aadhaar Information Update Fees)। অফিসিয়াল বিবৃতি অনুসারে, 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) মানুষকে বিনামূল্যে আধার নথি অনলাইনে আপডেট করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে'।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই পদক্ষেপে লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। বিনামূল্যে এই পরিষেবাটি পরবর্তী তিন মাস অর্থাৎ, ১৫ মার্চ থেকে ১৪ জুন ২০২৩ পর্যন্ত পাওয়া যাবে।

 

আরও পড়ুন - SBI গ্রাহকরা কামাতে পারেন ৪০ হাজার টাকা, সময়সীমা সীমিত

প্রতীকী ছবি
  • 5/6

এক্ষেত্রে দিতে হবে ৫০ টাকা ফি 
আধার তালিকাভুক্তি এবং আপডেট রেগুলেশনস ২০১৬ অনুসারে, আধার নম্বরধারীরা আধার তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছরে অন্তত একবার নিজেদের সহায়ক নথিগুলি আপডেট করতে পারেন।

প্রতীকী ছবি
  • 6/6

তবে বিবৃতিতে বলা হয়েছে যে এই পরিষেবাটি শুধুমাত্র আধার পোর্টালে বিনামূল্যে, আর ফিজিক্যাল আধার কেন্দ্রগুলিতে আগের মতোই ৫০ টাকা দিতে হবে।

Advertisement