scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

FD Interest Rate In Bank : মাত্র কয়েক মাসেই টাকা দ্বিগুণ, এই ব্যাঙ্কগুলিতে করতে পারেন FD

প্রতীকী ছবি
  • 1/6

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বর্তমান সময়ে বিনিয়োগের একটি ভাল মাধ্যম। আপনিও যদি ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন, তাহলে এখন আপনার টাকা মাত্র কয়েক মাসের মধ্যে দ্বিগুণ করা যাবে। সরকারি ব্যাঙ্ক ছাড়াও অনেক ছোটখাট ফিনান্স ব্যাঙ্কও FD-তে বাম্পার রিটার্ন দিচ্ছে (Fixed Deposit Interest Rate)।

প্রতীকী ছবি
  • 2/6

সম্প্রতি, আরবিআই রেপো রেটের হার বাড়িয়েছে। এর পরে অনেক ব্যাঙ্কও এফডি-র হার বাড়িয়েছে। এমনকী ছোট ফিনান্স ব্যাঙ্কগুলিও এফডিতে ভাল সুদ দিচ্ছে। তাই ব্যাঙ্কে স্থায়ী আমানত করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারেন। এবার চলুন দেখে নেওয়া য়াক কোন কোন ব্যাঙ্কে মিলছে ৯ শতাংশ সুদ। 

প্রতীকী ছবি
  • 3/6

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক এফডিতে অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি সুদ দিচ্ছে। এই ব্যাঙ্ক আপনাকে ১০১ দিনের মধ্যে FD-র উপর ৯% পর্যন্ত সুদ এবং প্রবীণ নাগরিকদের ৯.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

Utkarsh Small Finance Bank-ও অন্যান্য ব্যাঙ্কের তুলনায় FD-তে বেশি সুদ দিচ্ছে। এটি ১০১ দিনের মধ্যে এফডি-তে ৮% এবং সিনিয়র নাগরিকদের জন্য ৮.৭৫% সুদ দিচ্ছে।
 

প্রতীকী ছবি
  • 5/6

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কও ভাল সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে। এতে ১০১ দিনের মধ্যে এফডি-তে ৮% এবং সিনিয়র নাগরিকদের জন্য ৮.৭৫% সুদ দিচ্ছে।
 

প্রতীকী ছবি
  • 6/6

Ujjivan Small Finance Bank-ও অন্যান্য ব্যাঙ্কের তুলনায় FD-তে বেশি সুদ দিচ্ছে। এটি ১০১ দিনের মধ্যে এফডি-তে ৮% এবং সিনিয়র নাগরিকদের জন্য ৮.৭৫% সুদ দিচ্ছে। তবে যে কোনও ব্যাঙ্কে বিনিয়োগের আগে প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। 
 

আরও পড়ুন - মিথুনে মঙ্গল, কেরিয়ার-অর্থ-জীবনে ৫ রাশির সমস্ত স্বপ্নপূরণ

Advertisement