scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

SBI FB Interest Rates : SBI গ্রাহকরা কামাতে পারেন ৪০ হাজার টাকা, সময়সীমা সীমিত

প্রতীকী ছবি
  • 1/6

SBI-এ অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য সুখবর। আপনার যদি দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে রয়েছে ৪০,০৮৮ টাকার সুবিধা পাওয়ার সম্ভাবনা। তবে এটি শুধুমাত্র ৩১ মার্চের মধ্যেই পাওয়া যাবে। 

প্রতীকী ছবি
  • 2/6

SBI ৪০০ দিনের FD-এ ৭.১ শতাংশ হারের সুবিধা দিচ্ছে। এর সাথে, ২ কোটি টাকার কম পরিমাণে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আপনি ৩১ মার্চ পর্যন্ত এটির সুবিধা নিতে পারেন (SBI FB Interest Rates)। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি ৪০,০৮৮ টাকার সুবিধা পাবেন।

প্রতীকী ছবি
  • 3/6

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার বিশেষ স্কিমের সুদের হার বাড়িয়েছে। আপনি যদি ৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে ম্যাচুরিটির পরে ৫,৪০,০৮৮ টাকা পাবেন। অর্থাৎ সুদ হিসাবে ৪০,০৮৮ টাকা পাবেন। যে কোনও শাখার মাধ্যমে এই সুবিধা পেতে পারেন।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

আপনি ৩১শে মার্চ পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমের সুবিধা নিতে পারেন। আপনি যদি এখনও এই স্কিমে বিনিয়োগ না করে থাকেন, তাহলে শেষ হওয়ার আগে আপনি এই স্কিমটিতে বিনিয়োগ করে এর সুবিধা নিতে পারেন।
 

প্রতীকী ছবি
  • 5/6

এছাড়া ২ কোটি টাকার কম ডিপোজিটে ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। SBI-এর প্রথম ১ বছরের FD-তে ৬.৭৫% সুবিধা পাওয়া যাচ্ছে। এর ওপর ০.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে তা দাঁড়িয়েছে ৬.৮০ শতাংশে। এছাড়া আগে ২ বছরের এফডিতে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছিল। এখন ৭ শতাংশ সুদের সুবিধা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন - ৩০ বছর পর শতভিষা নক্ষত্রে শনি, কাল থেকে টানা ৭ মাস মনোবাঞ্ছা পূরণ ৫ রাশির

প্রতীকী ছবি
  • 6/6

৩ বছরের FD-তে ৬.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছিল, তবে এখন ৬.৫০ সুদ পাওয়া যাচ্ছে। আর ৫ বছরের FD-তে মিলছে ৬.৫০ শতাংশ সুদ। ব্যাঙ্কের এই নয়া রেট ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর রয়েছে।

Advertisement