scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Agneepath Recruitment Scheme : রইল নিয়োগ পদ্ধতি-বেতন ও শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি

প্রতীকী ছবি
  • 1/7

সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের উদ্দেশ্যে 'অগ্নিপথ নিয়োগ যোজনা' (Agneepath Recruitment Scheme) ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)। এই বিষয়ে রাজনাথ সিং বলেন, অগ্নিপথ নিয়োগ যোজনার অধীনে চার বছরের জন্য সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে। এর পাশাপাশি চাকরি ছাড়ার সময় তাঁরা সার্ভিস ফান্ড প্যাকেজ পাবেন। এই প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী যুবকদের 'অগ্নিবীর' বলা হবে।

প্রতীকী ছবি
  • 2/7

আকর্ষণীয় বেতন

চার বছরের জন্য  তরুণদের নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনীতে। এই সময়ে অগ্নিবীররা আকর্ষণীয় বেতন পাবেন। চার বছর সেনাবাহিনীতে চাকরির পর তরুণদের ভবিষ্যতে আরও সুযোগ দেওয়া হবে। চার বছর চাকরি করার পর মিলবে সার্ভিস ফান্ড প্যাকেজ। এই স্কিমের অধীনে নিয়োগ করা বেশিরভাগ সেনা চার বছর পর অবসরের সুযোগ পাবেন। তবে কিছু জওয়ান চাইলে নিজেদের চাকরি চালিয়ে যেতে পারেন।

প্রতীকী ছবি
  • 3/7

শিক্ষাগত যোগ্যতা ও ট্রেনিং

এখানে ১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা সুযোগ পাবেন। ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত চলবে ট্রেনিং। দশম বা দ্বাদশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকছে। আইটিআই যোগ্যতা থাকতে হবে। অগ্নিবীরদের প্রথম নিয়োগ ৯০ দিন। দেশের সেবা করাকালীন কোনও অগ্নিবীরের মৃত্যু হলে তাঁর পরিবার ১ কোটি টাকারও বেশি পাবে। এছাড়া বাকি চাকরির বেতনও দেওয়া হবে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

রয়েছে আর্থিক প্যাকেজ 

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, অগ্নিপথ প্রকল্পের অধীনে, যুবকরা প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ পাবেন। চতুর্থ বছর নাগাদ তা বেড়ে দাঁড়াবে ৬.৯২ লক্ষ টাকায়। এছাড়া অন্যান্য ভাতাও দেওয়া হবে। চার বছর চাকরির পর যুবকদের ১১.৭ লক্ষ টাকার একটি পরিষেবা তহবিল দেওয়া হবে। এর ওপর কোনও করও আরোপ করা হবে না। 

আরও পড়ুনএশিয়ার দীর্ঘতম দাঁতযুক্ত হাতির মৃত্যু, সাইজ কত?

প্রতীকী ছবি
  • 5/7

দেশসেবার মনোভাব আছে এমন তরুণরা সুযোগ পাবেন। সেনাবাহিনীতে স্বল্প ও দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ থাকবে। সেনাবাহিনীর তিন বিভাগেই তরুণদের অংশগ্রহণ বাড়বে।

প্রতীকী ছবি
  • 6/7

তিন বাহিনীর প্রধানরা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই প্রকল্পের একটি প্রেজেন্টেশান দিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় অল্প সময়ের জন্য যুবকরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। চার বছর পর বেশিরভাগ জওয়ানকে চাকরি থেকে ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তারপর তাঁদের অন্যত্র চাকরি দিতেও সক্রিয় ভূমিকা থাকবে সেনাবাহিনীর। কেউ যদি সেনাবাহিনীতে চার বছর চাকরি করেন, তাহলে তাঁর প্রোফাইল মজবুত হবে এবং প্রতিটি সংস্থাই তখন এই ধরনের যুবকদের নিতে আগ্রহ দেখাবে।

আরও পড়ুনঅফিসে ঢুকতে ১ মিনিট লেট হলেই সর্বনাশ, কর্মীদের আজব সাজা দেয় কর্তৃপক্ষ

প্রতীকী ছবি
  • 7/7

এছাড়া ২৫ শতাংশ দক্ষ ও যোগ্য জওয়ান সেনাবাহিনীতে থাকতে পারবেন। তবে এটি তখনই সম্ভব, যদি সেই সময় সেনাবাহিনীতে নিয়োগ হয়। এই প্রকল্পে জেরে সেনাবাহিনীরও কোটি কোটি টাকা সাশ্রয় হতে পারে। একদিকে যেমন কম মানুষকে পেনশন দিতে হবে, অন্যদিকে বেতনও সঞ্চয় হবে। 

Advertisement