scorecardresearch
 

Bhogeshwar Elephant Death : এশিয়ার দীর্ঘতম দাঁতযুক্ত হাতির মৃত্যু, সাইজ কত?

স্বাভাবিক কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই হাতিটি কাবিনী ব্যাকওয়াটারে পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল। ভোগেশ্বরকে এশিয়ার সবচেয়ে লম্বা দাঁতওয়ালা হাতি হিসেবে মনে করা হতো।

Advertisement
ভোগেশ্বরের মৃত্যু ভোগেশ্বরের মৃত্যু
হাইলাইটস
  • ৬০ বছর বয়সে ভোগেশ্বরের মৃত্যু
  • স্বাভাবিক কারণেই মৃত্যু হাতিটির
  • সোশ্যাল মিডিয়ায় দঃখপ্রকাশ নেটিজেনদের

প্রাণী প্রেমিদের জন্য দুঃসংবাদ। এশিয়ার দীর্ঘতম দাঁতওয়ালা হাতি ভোগেশ্বর প্রয়াত। শনিবার কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভের গুন্দ্রে রেঞ্জে ৬০ বছর বয়সী এই হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

স্বাভাবিক কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই হাতিটি কাবিনী ব্যাকওয়াটারে পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল। ভোগেশ্বরকে এশিয়ার সবচেয়ে লম্বা দাঁতওয়ালা হাতি হিসেবে মনে করা হতো।

একে মিস্টার কাবিনীও বলা হতো। মনে করা হচ্ছে, তিন-চার দিন আগেই মারা গিয়েছে হাতিটি। বন বিভাগের কর্মকর্তাদের মতে, ভোগেশ্বরের দাঁতগুলি ছিল ২.৫৪ মিটার এবং ২.৩৪ মিটার লম্বা। 

হাতিটির মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিকে শেষ বিদায় জানাতে শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ এই হাতিটিকে দেখা শুভ বলেও মনে করতেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দলাজেও হাতিটিকে স্মরণ করে ট্যুইট করেন।

প্রসঙ্গত, হাতির গড় আয়ু ৬৫ বছর। বন্য অঞ্চলে বসবাসকারী হাতিগুলি মোটামুটি ৬০ বছর পর্যন্ত বাঁচে। তবে গৃহপালিত হাতিকে ৮০ পর্যন্তও বাঁচতে দেখা যায়। 

আরও পড়ুনরাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, বিধানসভায় বিল পাস

 

Advertisement