দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন ভাইরাসের কোপে, প্রাণ হারাচ্ছেন হাজার হাজার রোগী।
বাংলাতেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে ৫ মে থেকে রাজ্যে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন। সারাদিনে হাতে-গোনা ট্রেন চলছে শুধু রেলকর্মীদের জন্য।
সূত্রের খবর, এ পর্যন্ত দেশজুড়ে লক্ষাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তবে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন প্রায় ৭০ হাজার কর্মী। বাড়তে থাকা ভাইরাসের সংক্রমণের জেরে রেলের ৭০টি হাসপাতাল এখন করোনা রোগীতে কানায় কানায় পূর্ণ। ফলে নতুন করে করোনা আক্রান্তদের জায়গা হচ্ছে না।
পূর্ব রেল সূত্রে খবর, বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করোনায়।
এ দিকে ১৬ মে, রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে লকডাউন। রাত ৯টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলবে কার্ফু। এই পরিস্থিততে লোকাল ট্রেন বন্ধ থাকায় যাঁদের জরুরি পরিষেবার কাজে রোজ বাড়ির বাইরে বেরতে হচ্ছে, তাঁদের সমস্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে।
বিশেষত, ব্যাঙ্ক কর্মী, স্বাস্থ্য কর্মী, অনলাইন ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের দুর্ভোগ চরমে পৌঁছাতে চলেছে আগামী কাল থেকে। এই পরিস্থিতিতে কবে থেকে রাজ্যে ফের লোকাল ট্রেন চালু হচ্ছে, এটাই এখন জানতে চাইছেন রাজ্যের হাজার হাজার নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।
রাজ্যে লকডাউনের প্রথম দিনেই অবশ্য এই প্রশ্নের উত্তর জানিয়ে দিল পূর্ব রেল। যদিও সেই উত্তর রাজ্যের হাজার হাজার নিত্যযাত্রী ও সাধারণ মানুষের ক্ষেত্রে মোটেই আশাব্যাঞ্জক নয়। বরং পূর্ব রেলের সিদ্ধান্তে উদ্বেগ আরও বাড়ল!
রবিবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের সমস্ত লোকাল এবং ইএমইউ ট্রেন পরিষেবা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে।