scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 1/9

ব্যাঙ্ক পরিচালনার প্রয়োজনীয় একাধিক শর্ত পূরণে ব্যার্থ হওয়ায় সম্প্রতি এ রাজ্যের একটি কো-অপরেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)!

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 2/9

সম্প্রতি অপর্যাপ্ত পুঁজি এবং ভবিষ্যতে আয়ের সম্ভাবনা না থাকায় বাগানানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্কের (United Co-operative Bank Ltd, Bagnan) লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 3/9

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্যাঙ্ক পরিচালনার প্রয়োজনীয় একাধিক শর্ত পূরণে ব্যার্থ হয়েছে বাগানানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে ব্যাঙ্কটি চালু থাকলে তাতে গ্রাহকদের ক্ষতি হবে। তাই এটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

Advertisement
Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 4/9

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, এখন থেকে এই ব্যাঙ্ক আর কোনও রকম লেনদেন করতে পারবে না। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক Co-operative নিয়ামক সংস্থার কাছে আবেদন করেছে, টাকা লেনদেনের ক্ষেত্রে আধিকারিক নিয়োগ করে ওই ব্যাঙ্ক গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে।

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 5/9

বাগানানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্কের (United Co-operative Bank Ltd, Bagnan) লাইসেন্স বাতিল করার আগে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে কারণ জানিয়ে একটি নোটিস জারি করা হয়েছে। ওই নোটিস থেকেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের উল্লেখিত কারণগুলি সামনে এসেছে।

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 6/9

এ বার প্রশ্ন হচ্ছে, লাইসেন্স বাতিলের পর বাগানানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্কের (United Co-operative Bank Ltd, Bagnan) গ্রাহকের গচ্ছিত টাকার কী হবে?

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 7/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে অথবা ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোনও ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলে গ্রাহকরা তাঁদের সঞ্চিত আমানতের শুধুমাত্র বিমাকৃত (ইনস্যুরেন্স মানি) অঙ্কের টাকা ফেরত পেতে পারেন।

Advertisement
Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 8/9

ব্যাঙ্ক গ্রাহকদের গচ্ছিত অর্থের ইনস্যুরেন্স স্কিম রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)-এর আওতায় পরিচালিত হয়। দেশের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক এই বিমার আওতায় রয়েছে।

Bank Licence Cancelled: অপর্যাপ্ত পুঁজি, বাংলার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI!
  • 9/9

এর জন্য প্রত্যেক ব্যাঙ্কই তার গ্রাহকের হয়ে ইনস্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকে৷ রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম অনুযায়ী, গ্রাহক ব্যাঙ্কে যত টাকাই রাখুন না কেন, ব্যাঙ্ক দেউলিয়া হলে গেলে বা তার লাইসেন্স বাতিল হলে সঞ্চিত আমানতের শুধুমাত্র বিমাকৃত অর্থ হিসাবে গ্রাহক সর্বাধিক ৫ লক্ষ টাকা ফেরত পেতে পারেন৷

Advertisement