প্রায় এক বছর বন্ধ রয়েছে স্কুল। ফলে বন্ধ Mid Day Meal-এর রান্না। দীর্ঘ প্রায় ১ বছর বন্ধ থাকার পর আগামী সপ্তাহেই স্কুল খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সঙ্গেই বাড়তে চলেছে Mid Day Meal-এর বরাদ্দ।
মঙ্গলবার Mid Day Meal-এর বরাদ্দ বাড়ানো নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই Mid Day Meal-এর বরাদ্দ বাড়ানোর কথা জানানো হয়েছে।
রাজ্য স্কুল শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে Mid Day Meal-এ সোয়াবিন, ডাল ও চিনি দেওয়া হবে। এই অতিরিক্ত খাবারগুলি আগামী মার্চ, এপ্রিলে দেওয়া হবে।
বলে রাখা ভাল, লকডাউনে স্কুল বন্ধ থাকলেও ওই সময় শিশুদের অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতি মাসে Mid Day Meal সংগ্রহ করছিলেন।
প্রত্যেক মাসে Mid Day Meal প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান।