scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বদলাচ্ছে SSC-IBPS-RRB-র নিয়োগ পদ্ধতি, সেপ্টেম্বর থেকে নতুন ভাবে পরীক্ষা, জানুন জরুরি তথ্য

প্রতীকী ছবি
  • 1/8

আগামী সেপ্টেম্বর মাস থেকে SSC, IBPS ও RRB-র অনলাইন পরীক্ষা শুরু করতে চলেছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA)। বুধবারই এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানুন কীভাবে কাজ করবে এনআরএ এবং কোন পদ্ধতিতে হবে বাছাই। 
 

প্রতীকী ছবি
  • 2/8

এবার আর সরকারি চাকরির জন্য পৃথক ফর্ম ফিল-আপ বা আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যেই ওয়ান নেশন ওয়ান এক্সাম-এর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে এনআরএ বিভিন্ন বিভাগের জন্য একটিই পরীক্ষা নেবে। সেই অনুযায়ী আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। 
 

প্রতীকী ছবি
  • 3/8

আগামী সেপ্টেম্বর মাস থেকে SSC, IBPS ও RRB-র জন্য কমন এলিজিবিলিটি টেস্টের (CET) ব্যবস্থা করা হচ্ছে। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন এবার SSC, IBPS ও RRB-র সমস্ত নন-টেকনিক্যাল পদের পরীক্ষা NRA নেবে। পাশাপাশি আগামিদিনের কেন্দ্রের সমস্ত পরীক্ষাই NRA করাবে বলেও জানা যাচ্ছে। 
 

প্রতীকী ছবি
  • 5/8

CET-এর মাধ্যমে স্ক্রিনিং বা শর্টলস্ট করা হবে। এতে যাঁরা পাশ করবেন তাঁরা ব্যাঙ্কিং সেক্টরের বড় পরীক্ষাগুলির জন্য আবেদন করতে পারবেন। বছরে ২ বার মোট ১২টি ভাষায় হবে CET। পরীক্ষায় বসার নূন্যতম বয়স ১৮ বছর। এসসি, এসটি, ওবিসিদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় থাকছে।   
 

প্রতীকী ছবি
  • 6/8

কোনও কোনও ক্ষেত্র থেকে শুধুমাত্র CET-র ভিত্তিতেই সরাসরি চাকরিতে নিয়োগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  
 

প্রতীকী ছবি
  • 7/8

আলাদা আলাদা একাডেমিক যোগ্যতার জন্য আলাদা আলাদা CET আয়োজিত হবে। তবে আপাতত একই পাঠ্যক্রমে দশম, দ্বাদশ ও স্নাতক স্তরের পরীক্ষা আয়োজিত হবে। এই ৩ স্তরের ভিত্তিতে হবে সিলেবাস। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

সিইটি-র ফলাফল প্রকাশের পর তা ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে। কেউ চাইলে বারংবার পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে পারেন। পরীক্ষা পদ্ধতি আরও সহজ করতেই এই ভাবনা বলে জানাচ্ছে সরকার। 
 

Advertisement