Advertisement
ইউটিলিটি

Jal Swapna Prakalpa: জলস্বপ্ন প্রকল্পে ৬০ ইঞ্জিনিয়ার নিয়োগ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর!

  • 1/7

৬ জুলাই, ২০২০ সালে জলস্বপ্ন প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উদ্দেশ্য গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। এ বার এই প্রকল্পের কাজ দ্রুত সেরে ফেলতে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

  • 2/7

শীঘ্রই ৬০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এর মধ্যে ৩০ জন অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার আর বাকি ৩০ জন জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার।

  • 3/7

চুক্তির ভিত্তিতে এই ৩০ জন অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার আর ৩০ জন জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করবে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।

Advertisement
  • 4/7

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে এই ৬০ জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে নবান্ন। এ ছাড়াও রাজ্যের ৩২৮টি বিডিও দপ্তরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও প্রয়োজন মতো এই জলস্বপ্ন প্রকল্পের কাজে যোগ দেবেন।

  • 5/7

এই জলস্বপ্ন প্রকল্পে মোট খরচের ৫০ শতাংশ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে এই জলস্বপ্ন প্রকল্পের জন্য চার বছরের চুক্তিতে ৬০ জন সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রস্তাবে সম্মতি দিয়েছে নবান্ন।

  • 6/7

এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামাঞ্চলে ১ কোটি ৭৩ লক্ষ বাড়িতে পরিস্রুত জলের সংযোগ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে ১৭ লক্ষ ৫৩ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে।

  • 7/7

চলতি আর্থিক বছরে রাজ্যের ১ কোটি বাড়িতে পরিস্রুত জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার রাজ্যকে চলতি আর্থিক বছরে ৪৮ লক্ষ বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছিল।

Advertisement