scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Alto আর S-Pressoর চালু গাড়ি তুলে নিচ্ছে Maruti, দামও বাড়ছে ১ লাখ!

মারুতি অল্টো
  • 1/9

মারুতি সুজুকি নিজের পপুলার কার অল্টো এবং এসপ্রেসো বেশ কিছু ভ্যারিয়েন্ট ডিসকন্টিনিউ করে দিয়েছে। সেগুলি আর বাজারে মিলবে না।

মারুতি অল্টো
  • 2/9

জনপ্রিয় এবং বেস্টসেলার কার অল্টো এবং এসপ্রেসো অল্পদিনে সবচেয়ে সস্তার এসইউভি হয়ে ওঠার পরও কেন কোম্পানির এই সিদ্ধান্ত?

মারুতি অল্টো
  • 3/9

কোম্পানি মুখ্যরূপে নিজের এমন ভ্যারিয়েন্টগুলিকে ডিসকন্টিনিউ করে দিয়েছে যা সিঙ্গেল এয়ারব্যাগের সঙ্গে পাওয়া যেত। সেগুলিকে আর বাজারে ছাড়া হবে না।

Advertisement
মারুতি অল্টো
  • 4/9

কোম্পানি অলটো এসটিডি এবং এলএক্সআই ভ্যারিয়েন্ট এবং এসপ্রেসো এসটিডি, এলএক্সআই এবং ভিএক্সআই ডিসকন্টিনিউ করে দিয়েছে। কোম্পানি এই ভ্যারিয়েন্ট ডিসকন্টিনিউ করে দিয়েছে। যা আগে একটি চালকের আসনের এয়ারব্যাগের সঙ্গে আসতো।

মারুতি অল্টো
  • 5/9

আসলে মারুতি সুজুকি কোম্পানি সরকার দ্বারা চলতি বছরের জানুয়ারিতে লাগু করার নতুন নিয়ম অনুমোদনের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

মারুতি এসপ্রেসো
  • 6/9

জানুয়ারি ২০২২-এ অটো আইন রেগুলেশনে বলা হয়েছে যে এখন থেকে অনিবার্যভাবে সব গাড়িতে চালকের পাশাপাশি সামনের আসনের চালকের পাশের আসনের জন্যও এয়ারব্যাগ দিতে হবে। 

মারুতি এসপ্রেসো
  • 7/9

এবার নতুন ফিচার অ্যাড করে অ্যাডভান্স ভার্সন আনছে কোম্পানি। ফলে এবার গাঁটের কড়িও বেশি খসাতে হবে। নতুন সেগমেন্টের বেস মডেলের দামের চেয়ে ৮৩ হাজার টাকা অর্থাৎ প্রায় ১ লক্ষ টাকা বেশি দাম করছে। এর দাম ৪ লাখ ৮ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। এ ছাড়া সব মডেলেরই দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

Advertisement
মারুতি এসপ্রেসো
  • 8/9

ফিউচার প্ল্যানে মারুতি সুজুকি সেলসের হিসেবে ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি। মারুতির বিক্রির ধারেকাছে অন্য কোনও কোম্পানি নেই।

মারুতি এসপ্রেসো
  • 9/9

মারুতি কোম্পানি এখন অল্টোর নেক্সট জেনারেশন টেস্টিং শুরু করেছে। কার অ্যাকেসরিজ এবং ইন্টেরিয়রের হিসেবে নতুন প্লাটফর্মে এবং নতুন চেহারায় লঞ্চ করা হবে।

Advertisement