scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

India Post Alert: ফোনে পোস্ট অফিসের মেসেজ পেয়েছেন? জানুন কী করতে হবে

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 1/8

পোস্ট অফিসের একটি লিংক যাচ্ছে হোয়াটসঅ্যাপে। ক্লিক করে ফর্ম ভরলেই পাবেন পুরস্কার। অনেকে করেও ফেলছেন। এনিয়ে সতর্ক করল ইন্ডিয়া পোস্ট। জানা গিয়েছে, ভারতীয় ডাক বিভাগের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি প্রতারণা চক্র সক্রিয়।     

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 2/8

শনিবার ইন্ডিয়া পোস্টের তরফে একটি বিবৃতি জারি করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 3/8

তারা জানিয়েছে, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু URL শেয়ার করা হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে যে ইন্ডিয়া পোস্ট সমীক্ষা বা কুইজের মাধ্যমে পুরস্কার দিচ্ছে। 

Advertisement
পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 4/8

ইন্ডিয়া পোস্ট সতর্ক করেছে,এই ধরনের কোনও লিংকে ক্লিক করে প্রতারকদের ফাঁদে পড়া উচিত নয়। 

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 5/8

কারা এই ধরনের বার্তা পাচ্ছেন? ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ইমেলের মাধ্যমে পাঠানো হচ্ছে URL। বোনাস বা পুরস্কারের মতো কোনও লিংক থেকে দূরত্ব রাখার আবেদন করেছে ইন্ডিয়া পোস্ট। 
 

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 6/8

যোগাযোগ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে,'এই ধরনের বিজ্ঞপ্তি/বার্তা/ইমেল পাঠিয়ে কোনও ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না। ভুয়ো বার্তাগুলিকে এড়িয়ে চলুন। সেই সঙ্গে আরও জানানো হয়েছে,'জন্মতারিখ, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, জন্মস্থান বা ওটিপির মতো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 7/8

মন্ত্রক জানিয়েছে, এই ধরনের URL, লিঙ্ক, ওয়েবসাইটগুলির প্রচার রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ইন্ডিয়া পোস্ট। সেই সাধারণ মানুষকে লিংকে ক্লিক না করার আবেদন করা হয়েছে। 
 

Advertisement
পোস্ট অফিসের নামে ভুয়ো লিংক
  • 8/8

পিআইবির ফ্যাক্ট চেক বিভাগও এই ধরনের বার্তাগুলিকে ভুয়ো বলে অভিহিত করেছে৷ তারা জানিয়েছে, এর সঙ্গে ভারতীয় ডাক বিভাগের কোনও যোগ নেই। 

Advertisement