scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম

Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম
  • 1/5

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর সপ্তাহ খানেকের মধ্যেই উৎসবে মেতে উঠবে সারা বাংলা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাঙালি। পুজোর কেনাকাটা জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দুঃসংবাদ! বাড়তে পারে সুতির কাপড়ের দাম। ফলে বাড়বে জামা-কাপড়ের দামও।

Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম
  • 2/5

উৎসবের মরসুম শুরুর আগেই আন্তর্জাতিক বাজারে তুলোর দাম অনেকটাই বৃদ্ধি পেল। এই দাম বৃদ্ধির ফলে তুলোর দর ১০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রত্যাশিত পরিমাণ তুলো উৎপাদন না হওয়ায় এ বছর তুলোর দাম বাড়তে চলেছে।

Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম
  • 3/5

গত বছরের তুলনায় এবার ৬ শতাংশ কম এলাকায় তুলোর বীজ বপন করা হয়েছে। ফলে প্রত্যাশিত উৎপাদন কম হওয়ায় তুলোর দাম বেড়েছে। এর পাশাপাশি, আমেরিকায় ভারী বৃষ্টির কারণে তুলোর চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে পর্যাপ্ত উৎপাদন ও জোগানের অভাবে এবার তুলোর দর ১০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

Advertisement
Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম
  • 4/5

২০১১ সালের পর তুলোর দাম ক্রমশ বেড়েছে। ভারতেও তুলোর দাম ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে তুলোর দাম প্রতি কুইন্টালে ৬,৫০০-৭,০০০ টাকা এবং তুলোর সরকারি মূল্য প্রতি কুইন্টালে ৫,৭২৫ টাকা।

Cotton Price Hike: ১০ বছরের সর্বোচ্চ তুলোর দর! বাড়তে পারে সুতির কাপড়ের দাম
  • 5/5

সুতির তৈরি কাপড়ের দাম বৃদ্ধির সুবিধা পেতে পারে টেক্সটাইল সংস্থাগুলি। গ্রাসিম, রেমন্ডের মতো গার্মেন্টস সংস্থাগুলি লাভবান হবে বলে আশা করা হচ্ছে। সুতো উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলি তুলোর দাম বৃদ্ধির সুফল পাবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবারের লেনদেনে রেমন্ডস ১.৭৩ শতাংশ, স্পোর্টিং ইন্ডিয়া ৪.৯৯ শতাংশ, সিয়ারাম সিল্ক ১.৫৭ শতাংশ লাভ করেছে।

Advertisement