Advertisement
ইউটিলিটি

Card Tokenization: ডেবিট-ক্রেডিং কার্ডে প্রতারণা রুখতে চালু হচ্ছে টোকেনাইজেশন, ব্যাপারটা কী?

  • 1/8

Card Tokenization: প্রতিটি ক্রেডিট এবং ডেবিট কার্ডের ডেটা এখন একটি ইউনিক টোকেন দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এই টোকেনের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হবে।

  • 2/8

আর এক সপ্তাহ পরই কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। এই ব্যবস্থায় অনলাইনে অটো পেমেন্ট বা অনলাইন পেমেন্টে আর কোনও কার্ডই সেভ করে রাখা যাবে না।

  • 3/8

এই নিয়মে অনলাইনে যে কোনও ধরনের কার্ড পেমেন্টে (ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড) প্রতিবার সম্পূর্ণ ১৬-সংখ্যার কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, CVV আর OTP (কিছু ক্ষেত্রে লেনদেনের পিনও দিতে হবে) দিয়ে ওই আর্থিক লেনদেনটি সুনিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

Advertisement
  • 4/8

টোকেনাইজেশন কী? এটি হল আসল কার্ড নম্বরকে একটি বিকল্প কোড দিয়ে রিপ্লেস করার পদ্ধতি, যাকে "টোকেন" বলা হচ্ছে।

  • 5/8

RBI-এর কার্ড টোকেনাইজেশন নিয়ম কার্যকর হওয়ার পরে, ব্যবসায়ী, পেমেন্ট গেটওয়েগুলিতে বা মার্চেন্টকে তাদের সার্ভারে গ্রাহকদের কার্ডের সমস্ত সংরক্ষিত ডেটা মুছে ফেলতে হবে।

  • 6/8

টোকেনাইজেশন নিয়ম কার্যকর হওয়ার পরে, অনলাইন কেনাকাটা করার জন্য বা Netflix, Disney+ Hotstar রিচার্জ করার জন্য প্রতিটি লেনদেনে প্রত্যেকবার সম্পূর্ণ ১৬-সংখ্যার কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষের তারিখ, CVV এবং OTP দিয়ে তবেই পেমেন্ট সম্পূর্ণ করা যাবে। 

  • 7/8

ক্রেডিট এবং ডেবিট কার্ডের এই টোকেনাইজেশন নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মতে, টোকেনাইজেশন নিয়ম কার্যকর হলে কার্ড লেনদেন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে।

Advertisement
  • 8/8

কারণ, লেনদেনের সময় কার্ডের বিশদ তথ্য মার্চেন্টকে বা কোনও অজানা সার্ভারে দিতে হবে না। এর ফলে গ্রাহকের কার্ডের বিস্তারিত তথ্য তৃতীয় পক্ষের কাছে সংরক্ষণ করে রাখার সুযোগ থাকছে না। তাই অনলাইনে কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন হবে আগের থেকে অনেক বেশি নিরাপদ, সুরক্ষিত।

Advertisement