scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

DigiLocker থেকে FASTag- ডিজিটাইজেশনে কেন্দ্রের কিছু নজরকাড়া প্রকল্প এক ক্লিকে

গত
  • 1/9

গত ২০১৫-র ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ডিজিটাল ইন্ডিয়া চালু করেন। এই সময় থেকেই দেশ ধীরে ধীরে ডিজিটাল দুনিয়ার পথে পা বাড়ায়। ভারতকে ক্ষমতাবান ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করা সরকারের প্রধান কর্মসূচি ছিল। সেইসময়ের জন্য বেশ দুঃসাহসিকও। প্রধানমন্ত্রীর হাত ধরে উঠে আসে জিও-র ইন্টারনেট কানেকশন। এরপর ধীরে ধীরে দেশের কয়েক কোটি নাগরিকের কাছে পৌঁছে গেল বিনামূল্যে ইন্টারনেট। ডিজিটাল দুনিয়ার শুরুটা এভাবে হয়। ডিজিটাল ইন্ডিয়ার ৬ বছর পার হয়েছে। দেখে নেব ডিজিটাইজেশন কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলি-

mAadhaar App-এর মাধ্যমে আধার কার্ডের সমস্ত তথ্য দেখা যায়। ডিজিটাল আধার কার্ড আপলোড করা থাকে। পেপারলেস আধার কার্ড চাইলে তাও এই অ্যাপ থেকে পাওয়া যায়। অ্যাপটির QR Code ব্যবহার করে আধার কার্ডটি ঠিক নাকি জাল তা দেখা যায়। আধারের সঙ্গে কোন মোবাইল ফোন নম্বর লিঙ্ক রয়েছে তা দেখা যায়, ভেরিফাই করা যায়। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে তাও এই অ্যাপে দেখা যায়। নিজের ঠিকানা বদলাতেও এই অ্যাপ কার্যকর।

DigiLocker App
  • 2/9

DigiLocker App-র মাধ্যমে সমস্ত ডকুমেন্ট আপলোড করা যায়। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট এই অ্যাপে স্টোর করে রাখা যায়।
 

নগদ
  • 3/9

নগদ অর্থ লেনদেনের ঝঞ্ঝাট দূর করতে কেন্দ্র সরকার নিয়ে আসে BHIM App। এই অ্যাপ ব্যবহার করে অনায়াসেই ডিজিটালি অর্থ লেনদেন করা যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাপটি লিঙ্ক করা থাকলেই ব্যবহার করা যায় এই অ্যাপ। শেয়ার করতে হবে না ব্যাঙ্ক ডিটেলস। ইউপিআই পিনও বদল করার অপশন রয়েছে এই অ্যাপে।
 

Advertisement
করোনা
  • 4/9

করোনা অতিমারিতে সারা দেশ যখন পর্যুদস্ত সেসময় কেন্দ্র সরকারের উদ্যোগে শুরু হয় আরোগ্য সেতু অ্যাপ। করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে সাহায্যকারী এই অ্যাপটি লঞ্চ করে সরকার। কোভিড সংক্রান্ত যেকোনও তথ্য এই অ্যাপের মাধ্যমে জানা যায়। করোনাকালে গতবছর ৫ কোটি মানুষ আরোগ্য সেতু ডাউনলোড করে। এরপরে কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও ভ্যাকসিনের রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই অ্যাপকে সংযুক্ত করা হয়।
 

করোনাকালে
  • 5/9

করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রাধান্য হয়ে দাঁড়ায়। CoWin App-র মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনে এই অ্যাপ ব্যাপকভাবে ব্যবহার হয়। একসঙ্গে পরিবারের চারজনের নাম রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। পরিচয় পত্র হিসেবে এখানে আধার কার্ড ব্যবহার হয়।
 

FASTag
  • 6/9

FASTag কেন্দ্র সরকারের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশের প্রতিটি টোল প্লাজায় চারচাকা গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে ফাস্ট্যাগ। যার ফলে গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় ফাস্ট্যাগের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনা আপনি টাকা কেটে নেওয়া হয়। গাড়ি না দাঁড়ানোয় যানজট হওয়ার সম্ভাবনাও থাকে না।
 

eRUPI
  • 7/9

eRUPI-র মাধ্যমে মাধ্যমে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট করা যাবে। কিউআর কোড (QR code) এবং এসএমএস (SMS) দিয়ে আর্থিক লেনদেন করা যাবে। স্বাস্থ্য খাত, দরিদ্রদের খাদ্য দিতে চাইলে, শিক্ষা খাত সহ এমন আরও খাতে ই-রুপির ভাউচার ব্যবহার করা যাবে। 
 

Advertisement
EPFO
  • 8/9

EPFO ওয়েব পোর্টালের মাধ্যমে  প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় তথ্য দেখা যাবে। অ্যাপ এবং ওয়েব পোর্টাল দুটি অপশনই রয়েছে। কোম্পানি এবং কর্মী উভয়ই এই অ্যাপ ব্যবহার করতে পারে। গত কয়েক বছর ধরে এই অ্যাপটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
 

IRCTC
  • 9/9

IRCTC কানেক্ট-র মাধ্যমে ই-টিকিট বুকিং-র ব্যবস্থা রয়েছে। এছাড়াও, ই-পঞ্চায়েত হল গ্রামীণ সেক্টরের জন্য একটি ই-গভর্নেন্স উদ্যোগ যা গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী স্বয়ংক্রিয় করার জন্য ব্যবহার হয়। এটি পঞ্চায়েত প্রতিনিধিদের বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীকে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক চর্চা, গল্প এবং চ্যালেঞ্জগুলি প্রদর্শন এবং ভাগ করে নেওয়ার ক্ষমতা দিয়ে স্থানীয় মানুষের কাছে তুলে আনা।  
 

Advertisement