পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। জুলাইয়ের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে।
গত ১ অগাস্ট মধ্যরাত থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭৩ টাকা ৫০ পয়সা করে বেড়েছে। পরে ১৭ অগাস্টে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা।
দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮৫৯ টাকা ৫০ পয়সা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৮৬ টাকা।
এক বছর আগে ১ অগাস্ট, ২০২০ সালে দেশের রাজধানী দিল্লি আর মুম্বাইতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৬২১ টাকা, চেন্নাইতে দাম ছিল ৬১০ টাকা ৫০ পয়সা।
বিগত ৯ মাসে ২৬৫ টাকা বেড়েছে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম! শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধিই নয়, কেন্দ্র সরকার করোনার সময় সিলিন্ডারের ভর্তুকি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। ফলে রান্না করার জন্য গ্যাস জ্বালাতে ট্যাঁকে রীতিমতো টান পড়ছে আম জনতার।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের eSeva সুবিধার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দিল্লির এক গ্রাহক সিএল শর্মা প্রশ্ন করেন, “মোদী সরকার কি ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বন্ধ করে দিয়েছে? কারণ, বিগত ১৮ মাস অ্যাকাউন্টে কোনও ভর্তুকির টাকা ঢোকেনি। স্লিপে ভর্তুকিযুক্ত সিলিন্ডার লেখা রয়েছে।”
हम एकबार फिर जानना चाहेंगे कि क्या मोदी सरकार ने एलपीजी पर सब्सिडी खत्म कर दीं है .क्योंकि पिछले 18 महीने में एक पैसा भी सब्सिडी का हमारे a/c में नहीं आया,जबकि गैस एजेंसी वाउचर पर बाकायदा Rs859 के साथ subsidised cylinder लिखती है .Vr attached. #PMModi,@MoPNG_eSeva pic.twitter.com/eNc4e1QYVi
— C L Sharma (@CLSharm57514160) August 23, 2021
দিল্লির ওই গ্রাহক সিএল শর্মা প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি এখনও চালু আছে। এই ভর্তুকি একেক এলাকায় একেক রকম। কেন্দ্রের উত্তর, “আপনার সংযোগে মে, ২০২০ থেকে কোনও ভর্তুকি জেনারেট করা হয়নি। তাই অ্যাকাউন্টেও কোনও টাকা জমা পড়েনি।”