বিগত মাস তিনেকেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দর আকাশছোঁয়া! তার উপর গত এক বছর ধরেই বেড়েছে রান্নার তেলের দামও। তেলের দামে লাগামহীন এই মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ। তবে এখন কিছুটা কমেছে রান্নার তেলের দাম। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মধ্যবিত্ত হেঁশেলে।
বেশ কিছুটা কমেছে তৈলবীজের দাম। ফলে পড়েছে রান্নার তেলের দামও। সয়াবিনের দাম কমেছে। একই সঙ্গে কমেছে সরিষা ও চীনাবাদামের দাম। ইন্দোনেশিয়া রপ্তানি শুরু করার পর আন্তর্জাতিক বাজারে সূর্যমুখী ছাড়া সয়াবিন, পাম তেলের দাম প্রায় ১০০ ডলার কমেছে।
বর্তমানে, ভারত প্রায় ৯ মিলিয়ন টন পাম তেল আমদানি করে যার প্রায় ৭০ শতাংশই আসে ইন্দোনেশিয়া থেকে। ফলে ইন্দোনেশিয়া রপ্তানি শুরু করার পর আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতের বাজারেও সয়াবিন, পাম তেলের দাম বেশ কিছুটা কমেছে।
হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে এ বছর সরিষার ফলন অনেকটাই বেশি হয়েছে। ফলে গত বছরের তুলনায় এবার এপ্রিলে সরিষার তেলের আমদানি প্রায় ১৩ শতাংশ কমেছে।
সরিষার তেল কতটা সস্তা হয়েছে?
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় সরিষার দাম ১০০ টাকা কমে কুইন্টাল প্রতি ৭,৫১৫-৭,৫৬৫ টাকা হয়েছে। সরিষা দাদরি তেলের দাম কুইন্টালে ২৫০ টাকা কমে ১৫,০৫০ টাকা হয়েছে। অন্যদিকে, সরিষার কাচ্চি ঘানি তেলের দামও প্রতি টিনে (১৫ কেজি) ৪০ টাকা কমে ২,৪০৫-২,৫১৫ টাকা হয়েছে।
সয়াবিন তেলের দাম কতটা কমেছে?
গত সপ্তাহের তুলনায় সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০-৫০০ টাকা কমেছে। দিল্লির পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ টাকা কমে ১৬,৬৫০ টাকা হয়েছে। অর্থাৎ, সয়াবিন তেলের দাম লিটারে ৪-৫ টাকা কমেছে।
পাম তেল কতটা সস্তা হয়েছে?
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পাম তেলের দাম কুইন্টাল প্রতি ৫০০ টাকা কমে ১৪,৮৫০ টাকা হয়েছে, দিল্লিতে পামোলিনের দাম ৬০০ টাকা কমে ১৬,৩৫০ টাকা হয়েছে।