আর ক’টা দিন পরেই জামাইষষ্ঠী। দিন কয়েকের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে তার প্রভাব পড়তে শুরু করবে। বাড়বে মুরগির মাংসের দামও। এমনিতেই মে মাস থেকে মুরগির মাংসের দাম কেজিতে আড়াইশো টাকার কাছাকাছিতেই ওঠানামা করছে।
মহামারীর চেয়েও মুদ্রাস্ফীতির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুদ্রাস্ফীতির জেরে চিকেনের দাম এখনই দুশোর নিচে নামার কোনও সম্ভাবনা নেই।
প্রশ্ন হচ্ছে, তাহলে জামাইষষ্ঠীর সপ্তাহে কি মুরগির মাংসের দাম কেজিতে ৩০০ টাকা ছাড়িয়ে যাবে? এখনই তেমন কিছু অবশ্য বলা মুসকিল। তবে সোমবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা সস্তা হল চিকেন। যদিও উত্তরে বেড়েছে মুরগির মাংসের দাম!
পাইকারি বাজারে গোটা মুরগির দাম দেড়শোর কাছাকাছি ঘোরাফেরা করছে। চলুন জেনে নেওয়া যাক আজ (২৩ মে, ২০২২) রাজ্যের কোন জেলায় মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার) কত যাচ্ছে...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৪৯-১৫৭ টাকা, মুরগির মাংস (কাটা) ২৩০ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চিকেন (গোটা) প্রতি কেজি ১৪১-১৪৭ টাকা, মুরগির মাংস (কাটা) ২৩০ টাকা কেজি। হাওড়াতেও মুরগির মাংসের দাম গোটা ১৪১-১৪৭ টাকা আর কাটা ২৩০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৯-১৪৫ টাকা আর কাটা ২৩০ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩৯-১৪৬ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি। বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১৩৯-১৪৫ টাকা কেজি আর কাটা ২৩০ টাকা কেজি।
হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩৯-১৪৫ টাকা আর কাটা মাংসের দাম ২৩০ টাকা কেজি। বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১৩৮-১৪৪ টাকা কেজি আর কাটা ২৩০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫ টাকা কেজি।
মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১৩৭-১৪৩ টাকা কেজি আর কাটা ২৩০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪২-১৪৮ টাকা আর কাটা ২৪০ টাকা কেজি।