scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 2/9

অক্সিজেনের আকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের কালোবাজারি! পাশাপাশি হু হু করে বাড়ছে Oxygen Concentrator-এর চাহিদাও।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 3/9

এই পরিস্থিতিতে কলকাতার সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলো Oxyzone। যখন চারিদিকে মেডিক্যাল অক্সিজেনের আকাল, প্রতিদিনই বেড়ে চলেছে দাম, তখন অলাভজনক সংস্থা Prameya Foundation কলকাতার কোভিড রোগীদের শ্বাসকষ্ট কমাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল Oxyzone-এর মাধ্যমে।

Advertisement
Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 4/9

কলকাতার কোভিড রোগীদের শ্বাসকষ্টে বিনামূল্যে Oxygen Support দিতে শহরের পাঁচটি কেন্দ্র (Oxyzone) গড়ে তুলেছে Prameya Foundation। সল্টলেক, যাদবপুর, সোদপুরে একটি করে এবং খিদিরপুরে দু’টি Oxyzone রয়েছে।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 5/9

কোভিড রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে সল্টলেক, যাদবপুর, সোদপুর এবং খিদিরপুরের পাশাপাশি শীঘ্রই ভবানীপুরেও একটি Oxyzone খোলা হবে বলে জানিয়েছেন Prameya Foundation-এর সদস্যরা।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 6/9

এ প্রসঙ্গে Prameya Foundation-এর ট্রাস্টি এবং Oxyzone-এর প্রতিষ্ঠাতা সদস্য দলের একজন গার্গী ভট্ট্যাচার্য্য জানান, প্রতিটি কেন্দ্রে  কমপক্ষে ১০ জন রোগীকে একসাথে Oxygen Support দেওয়া যাবে, Oxyzone-এ বিছানা, মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেন-সহ সমস্ত ব্যবস্থা করতে কেন্দ্র পিছু প্রায় ২ লক্ষ টাকা করে খরচ হয়েছে, যা জোগাড় হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে দান হিসেবে।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 7/9

Oxyzone কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন Prameya Foundation-এর ম্যানেজিং ট্রাস্টি মুকুট বিশ্বাস। এই উদ্যোগে Prameya Foundation-এর পাশে রয়েছে দেশ ও প্রাণ, ইকোশ প্রজেক্ট, চেঞ্জ ইনিশিয়েটিভ, হেল্প ফর হিন্দ, এস্পায়ার এন্ড গ্লি, অমরজ্যোতি, ইন্ডিয়ান বেঙ্গলি এসোসিয়েশন অফ মন্ট্রিয়েল এবং প্রবাসী বাঙালি আড্ডার মতো স্বেচ্ছাসেবী সংগঠন।

Advertisement
Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 8/9

চলুন এ বার সল্টলেক, যাদবপুর, সোদপুর এবং খিদিরপুরের Oxyzone-এর যোগাযোগের নম্বরগুলি জেনে নেওয়া যাক। যাদবপুরের (চিত্তরঞ্জন পার্কের কাছে) Oxyzone-এর মোবাইল নম্বর: 8479056127 / 7980466187 / 7003096304 । সল্টলেকের (জিসি ব্লক কমিউনিটি সেন্টারের কাছে) Oxyzone-এর মোবাইল নম্বর: 6291307206 / 9903899556 / 9836870456 ।

Free Oxygen Support: কলকাতার Covid রোগীদের বিনামূল্যে Oxygen Support দিতে হাজির Oxyzone!
  • 9/9

সোদপুরের (অভিযাত্রী সংঘ ক্লাবের কাছে) Oxyzone-এর মোবাইল নম্বর: 8240189045 / 8420976937 / 7439557014 । ওয়াটগঞ্জ, খিদিরপুরের (মসজিদ বাড়ির বিপরীতে) Oxyzone-এর মোবাইল নম্বর: 9163617288 / 9836419292 । জরুরি পরিস্তিতিতে সাহায্যের জন্য যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে: 9874019450

Advertisement