মে মাসে ২৫০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মুরগির মাংসের দর এখন অনেকটাই কমেছে। বিগত দিন দশেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের সর্বত্রই কেজিতে ১৫-২০ টাকা সস্তা হয়েছে চিকেন।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যজুড়েই এখন মুরগির মাংসের দর কেজিতে ২০০ টাকার নীচে নেমে গিয়েছে। ফলে স্বাদ ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে।
উত্তরে দার্জিলিং আর দক্ষিণে কলকাতা ছাড়া প্রায় সব জেলাতেই মুরগির মাংস যাবে ১৮০-১৯০ টাকা কেজি দরে। চলুন জেনে নেওয়া যাক আজ (৪ জুলাই, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১৬-১২৪ টাকা, মুরগির মাংস (কাটা) ১৯০ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চিকেন (গোটা) প্রতি কেজি ১০৮-১১৪ টাকা, মুরগির মাংস (কাটা) ১৮০ টাকা কেজি। হাওড়াতেও মুরগির মাংসের দাম গোটা ১০৮-১১৪ টাকা আর কাটা ১৮০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৩-১১০ টাকা আর কাটা ১৭৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১০২-১০৯ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫ টাকা কেজি।
বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১০২-১০৯ টাকা কেজি আর কাটা ১৭৫ টাকা কেজি। হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ১০২-১০৯ টাকা আর কাটা ১৭৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১০৬-১১২ টাকা আর কাটা মাংসের দাম ১৮০ টাকা কেজি।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১০০-১০৬ টাকা কেজি আর কাটা ১৭০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১০২-১০৮ টাকা আর কাটা ১৭৫ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১০৮-১১৪ টাকা কেজি আর কাটা ১৮০ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম গোটা ১১৬-১২২ টাকা কেজি আর কাটা ১৯৫ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১০৯-১১৫ টাকা আর কাটা ১৮৫ টাকা কেজি।