২০১৯ সালের স্বাধীনতা দিবসে গ্রামের বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের পৌঁছে দিতে Jal Jeevan Mission প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরিসংখ্যান অনুযায়ী, অগাস্ট মাস পর্যন্ত দেশের ৩২টি রাজ্যে এই প্রকল্পে সবমিলিয়ে মোট ১৮ লক্ষ ৯৬ হাজার ৭১০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ১২.৫৭ শতাংশ সংযোগ দেওয়া হয়েছে।
সামগ্রিক শতাংশের বিচারে এ রাজ্যের নাম এখন তালিকার অনেক নিচে থাকলেও এক মাসের কাজের নিরিখে মাত্র চার মাসের মধ্যে গোটা দেশের মধ্যে ষষ্ঠ স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছে বাংলা। এ কথা জানিয়েছে খোদ Jal Jeevan Mission প্রকল্প সংশ্লিষ্ট জলশক্তি মন্ত্রক।
রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব মেটার পর মে মাস থেকে এই প্রকল্পে কাজ শুরু হয় পশ্চিমবঙ্গে। এই পরিসংখ্যান সামনে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের মোট ১ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।