রেশনে সরবরাহ করা কেরোসিন তেলের উপর গত বছর থেকেই ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিগত প্রায় দেড় বছর ধরে ক্রমশ বেড়ে চলেছিল গৃহস্থালির প্রয়োজনীয় কেরোসিনের দাম।
তবে দীর্ঘ কয়েক মাস পর অবশেষে কিছুটা কমেছে কেরোসিন তেলের দাম। গত মাসের তুলনায় সেপ্টেম্বরে লিটারে ১ টাকা ৬৯ পয়সা সস্তা হয়েছে কেরোসিন।
বুধবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ইস্যু করা দামের ভিত্তিতে রাজ্য খাদ্য দফতর সেপ্টেম্বর মাসে রেশনে কেরোসিনের লিটার প্রতি নতুন দাম ঘোষণা করেছে।
খাদ্য দফতরের ঘোষণা অনুযায়ী, এ মাসে কলকাতা ও সল্টলেকে রেশন থেকে প্রতি লিটার কেরোসিন তেল কিনতে খরচ হবে ৪৩ টাকা ৫৩ পয়সা ধার্য করেছে। গত মাসে এর দাম ছিল ৪৫ টাকা ২২ পয়সা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে প্রতি মাসে কেরোসিনের দাম ঠিক করে তেল সংস্থাগুলি। বিগত এক বছরে লিটারে প্রায় ২০ টাকা বেড়েছে কেরোসিন তেলের দাম। তার উপর বন্ধ হয়েছে কেরোসিনে কেন্দ্রীয় ভর্তুকি।