বুধবার দাম বৃদ্ধির পর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! বিগত দু’মাসে প্রতি লিটারে প্রায় সাড়ে ৮ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম! গতকাল অপরিবর্তিত থাকার পর আজ ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।
মে আর জুন মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। জুলাই মাসেও ঊর্ধ্বমুখী তেলের দাম। ভোট পরবর্তিকালে মোট ৩৬ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর!
ভোপাল, জয়পুর, মোহালি, পটনা, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক শহরে আগেই ১০০ টাকা ছাড়িয়েছিল পেট্রোলের দাম, বুধবার দাম বৃদ্ধির পর দিল্লি, কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকালো।
পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যাচ্ছে, মোদী জামানায় পেট্রোলের দাম লিটারে প্রায় ৩০ টাকা বেড়ে গিয়েছে। একই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্রীয় করের পরিমাণ।
২৬ মে, ২০১৪-এ দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী (Fourteenth Prime Minister) হিসাবে প্রথম শপথ নেন নরেন্দ্র মোদী। সে সময় দিল্লিতে পেট্রোলের দাম সাড়ে ৭১ টাকার আসেপাসে ঘোরাফেরা করছে। কলকাতায় তখন পেট্রোলের দাম ৭৯ টাকা।
এর পর ২০১৫ সাল থেকে দাম কমতে শুরু করে পেট্রোলের। ফেব্রুয়ারি, ২০১৫-এ দেশের রাজধানীতে সাড়ে ৫৬ টাকায় নেমে আসে পেট্রোলের দাম। কলকাতায় তখন ৬৪ টাকা ৬০ পয়সায় বিকোচ্ছে পেট্রোল। মোদী জামানায় এটাই ছিল পেট্রোলের সর্বনিম্ন দর।
মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা।
২০১৪-র জুন থেকে নানা উত্থান-পতন পেরিয়ে আজ (৭ জুলাই, ২০২১) দিল্লি, কলকাতাতে ১০০ টাকা পেরলো পেট্রোলের দাম। বিগত ৭ বছরে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দরও যার প্রভাব সরাসরি পড়েছে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি, ভোজ্যতেল, আনাজ-সহ প্রায় সমস্ত জিনিসপত্রের উপর।
এ কথা অজানা নেই যে, পেট্রোল, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে পেট্রোল, ডিজেল কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!
বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। তেলের উপর ধার্য কর এবং সেস-এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে দেশের আম জনতার।