Kolkata Metro Railways: কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railways)-এর যাত্রীদের জন্য আরও একটা ভাল খবর। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ফিরে আসছে স্মার্ট টোকেন। এবার মেট্রো (Kolkata Metro Railways)-র সময় বাড়িয়ে দেওয়া হল।
আরও পড়ুন: শিশুকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নজর দিন এই ৫ দিকে, চনমনে থাকবে সন্তান
ঠিক হয়েছে, শেষ ট্রেন ছাড়ার সময়সীমা আরও আধ ঘণ্টা বাড়ানো হবে। নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বুধবার, ২ জানুয়ারি থেকে।
আরও পড়ুন: ভারতে রোজ ২২৯ ব্যাঙ্কিং ফ্রড, ৭ বছরে উধাও ৬ লক্ষ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?
এ জন্য় কলকাতা মেট্রো (Kolkata Metro Railways)-কে অতিরিক্ত ৬টি ট্রেন চালাতে হবে। মনে করা হচ্ছে, এর ফলে যাত্রীদের আরও সুবিধা হবে।
আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?
কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railways)-এর তরফ থেকে জানানো হয়েছে, নর্থ-সাউথ করিডরের পরিষেবার সময়সীমা বাড়ানো হচ্ছে। আরও আধ ঘণ্টা বেশি সময় মেট্রো চলবে। সপ্তাহের সব দিনই এই পরিষেবা মিলবে।
আরও পড়ুন: নীল হটপ্যান্ট পরে বুর্জ খলিফায় শ্রীলেখা, ছবি VIRAL
তারা (Kolkata Metro Railways) আরও জানিয়েছে, এই ব্যবস্থা চালু হচ্ছে ২ ফেব্রুয়ারি, বুধবার থেকে। এখন থেকে মেট্রো ২৭৬টি ট্রেন চালাবে। ১৩৮টি করে আপ এবং ডাউন।
আরও পড়ুন: রেড ড্রেসে Nora Fatehi যেন লালপরি, সুন্দরীর লুকে ঘায়েল নেটপাড়া
এর পাশাপাশি শনিবার ট্রেনের সংখ্যা বেড়ে হয়েছে ২৩০। আগে ছিল ২২৪টি। রবিবার ট্রেনের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১২০। এতদিন ওইদিন ১১৪টি করে ট্রেন চলত। এদিকে, মঙ্গলবার থেকে ফের মেট্রোয় ফিরে এসেছে টোকেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
সোমবার থেকে শনিবার - প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর থেকে দমদম - সকাল ৭টা (কোনও পরিবর্তন নেই)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - সকাল ৭টা (কোনও পরিবর্তন নেই)
দমদম থেকে কবি সুভাষ - সকাল ৭টা (কোনও পরিবর্তন নেই)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সকাল ৭টা (কোনও পরিবর্তন নেই)
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - রাত ৯টা ১৮ মিনিট (আগে ছিল রাত ৮টা ৪৮ মিনিট)
দমদম থেকে কবি সুভাষ - রাত সাড়ে ৯টা (আগে ছিল রাত ৯টা)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - রাত সাড়ে ৯টা (আগে ছিল রাত ৯টা)