Advertisement
মনোরঞ্জন

রেড ড্রেসে Nora Fatehi যেন লালপরি, সুন্দরীর লুকে ঘায়েল নেটপাড়া

  • 1/10

Nora Fatehi: ফের নয়া রূপে হাজির হলেন নোরা ফতেহি (Nora Fatehi)। তাঁর লুক দেখে মাত নেটিজেনরা। সুন্দরী নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছন। সেগুলোর প্রবল প্রশংসা হচ্ছে।

আরও পড়ুন: হুগলিতে বাড়ির টালির চালা খুলে গুলি করে খুনের চেষ্টা, ভাড়া করা হয়েছিল 'সুপারি কিলার'

  • 2/10

তাঁর সাজপোশাকে অভিনবত্ব নতুন কোনও ব্যাপার নয়। তা তারিফও পায় বেশ। তিনি সে সব ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এ বারও করেছেন।

আরও পড়ুন: স্কুটিতে লেখা SEX, বাড়ি থেকে বেরোনো দায় দিল্লির কলেজ পড়ুয়ার

  • 3/10

এবারের ফটোয় তাঁকে দেখা যাচ্ছে রেড থাই স্লিট ড্রেসে। তাঁর এই পোশাক অফ শোল্ডার। তিনি চুল খোলা রেখেছেন। হেভি মেকআপ, ন্যুড লিপস্টিক তাঁর সাজপোশাক পুরো করেছে।

আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা

Advertisement
  • 4/10

আর মোহময়ী নোরার ছবিতে একের পর এক লাইক পড়ছে। তিনি এমনিতে সোশ্য়াল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নিজের নিত্যনতুন ছবি সেখানে দিয়ে থাকেন।

আরও পড়ুন: 'তোলামূল'কে হারানোর জন্য ত্রিপুরাকে ধন্যবাদ, TMC-কে বিঁধলেন শুভেন্দু

  • 5/10

এই ছবি ধুম লাগিয়ে দিয়েছে নেটপাড়ায়। লাস্যময়ী দেখাচ্ছে তাঁকে। বিভিন্ন রকম পোজে ছবি তুলেছেন বলিউডের এই সুন্দরী। 

আরও পড়ুন: ছাঁট মাল বেচে ২০০ কোটি টাকা ঘরে তুলল পূর্ব রেল, বৃদ্ধি ৮০ শতাংশ

  • 6/10

ছবি শেয়ারের পাশাপাশি তিনি তার জবরদস্ত ক্য়াপশনও দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, আমার নাম করে যে খারাপ কথা বলা হচ্ছে, এখন তা মাটি হয়ে গিয়েছে। আমি তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি।

আরও পড়ুন: সিঁথির মোড়ে 'বুর্জ খলিফা' ৫০ টাকায়! শেষ হওয়ার আগে কিনে ফেলুন

  • 7/10

লাল ড্রেসের সঙ্গে তাঁর পরনে রয়েছে প্য়াস্টল রঙেরে হাই হিলস।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব, তিনজনে মিলে সংসার করছেন জমিয়ে

Advertisement
  • 8/10

ফ্য়ানেদের বেশ পছন্দ হয়েছে তাঁর এই অবতার। নিজের ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে যেন দিওয়ানা করে রেখেছেন নোরা ফতেহি। 

  • 9/10

তা সে শাড়ি হোক বা ড্রেস। তিনি মানেই নতুনত্ব, অভিনবত্ব আর চমক।

  • 10/10

সে সব কিছু দারুণ ক্যারি করেন তিনি। স্টাইলের কথা সবাইকে টেক্কা দিতে পারেন তিনি। দিন কয়েক আগে তাঁর মৎস্যকন্যা রূপ যেন ঝড় বইয়ে দিয়েছিল নেটজগতে। ফ্যানদের কখনই নিরাশ করেন না তিনি। পোশাক নিয়ে পরীক্ষা চলে। 

Advertisement