দেশজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ, যা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে! গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২,১০০ জনের।
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও ক্রমশ ভয়াবহ হচ্ছে! এ রাজ্যেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে দৈনিক প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।
বর্তমান পরিস্থিতির মোকাবিলায় আগামী ১ মে দেশজুড়ে গণটিকাকরণ শুরুর আগেই নতুন একটি করোনার ভ্যাকসিনেশন সেন্টার চালু করা হয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া-১ এলাকায় বিজি ব্লকের টার্মিনাস বিল্ডিংয়ে।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কলকাতা পুরসভার কিশোর ভারতী স্টেডিয়াম আর সায়েন্স সিটির কাছে একটি বেসরকারি সংস্থার অব্যবহৃত অফিসে কোয়ারেন্টাইন সেন্টার এবং সেফ হোম হিসাবে চালু করা হয়েছে।
উত্তীর্ণ-এ ৪০০ বেডের একটি সেফ হোম তৈরি হচ্ছে। পাশাপাশি আনন্দপুরে আর রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির বিল্ডিংয়ে সেফ হোম তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে কলকাতায় প্রায় ১,৫০০ শয্যা বিশিষ্ট সেফ হোম চালু হচ্ছে শীঘ্রই।
সেফ হোম আর কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলায় বেডের সংখ্যা বাড়ানো হল রাজ্যের ৪৯টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে।
স্বাস্থ্যদফতর সূত্রে খবর, বর্তমান পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের ৪৯টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সব মিলিয়ে ৫ হাজার ৬৭৩টি বেড বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যদফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ১০০টি করে এবং প্রতিটি জেলা, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতালে ৫০টি করে বেড কোভিড চিকিৎসার জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।