Advertisement
ইউটিলিটি

Chicken Price in Bengal: আরও সস্তা হল মুরগির মাংস! আপনার জেলায় আজ দাম কত?

  • 1/9

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে এ পর্যন্ত কেজিতে প্রায় ৫০-৬০ টাকা সস্তা হয়েছে মুরগির মাংসের দর। অধিকাংশ জেলাতেই চিকেন এখন ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

  • 2/9

জুলাইয়ের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় মুরগির মাংসের দাম কেজিতে ২০০ টাকার নীচে নেমে যায়। জুন মাসের এই সময় কলকাতায় চিকেনের দাম ছিল মোটামুটি ২২০-২৩৫ টাকা কেজি। 

  • 3/9

এখনও পর্যন্ত রাজ্যজুড়ে চিকেনের দাম কেজিতে প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ (১৮ জুলাই, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...

Advertisement
  • 4/9

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৫-১১৩ টাকা, মুরগির মাংস (কাটা) ১৬৫ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর হাওড়াতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৬-১০৩ টাকা, মুরগির মাংস (কাটা) ১৬৫ টাকা কেজি।

  • 5/9

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৯৩-১০৩ টাকা আর কাটা ১৬০-১৬৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৯১-৯৮ টাকা আর কাটা মাংসের দাম ১৫৫ টাকা কেজি।

  • 6/9

বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ৯২-৯৮ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৩-৯৯ টাকা আর কাটা ১৬০ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৯৫-১০১ টাকা আর কাটা মাংসের দাম ১৬০ টাকা কেজি।

  • 7/9

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ৯০-৯৬ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ৯২-৯৮ টাকা আর কাটা ১৫৫ টাকা কেজি।

Advertisement
  • 8/9

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ৯০-৯৬ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম গোটা ১০৭-১১৩ টাকা কেজি আর কাটা ১৮০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৫-১০১ টাকা আর কাটা ১৬০ টাকা কেজি।

  • 9/9

শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৯৯-১০৭ টাকা আর কাটা মাংসের দাম ১৭০ টাকা কেজি। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ১০২-১১২ টাকা কেজি আর কাটা ১৮০ টাকা কেজি। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কেজি ১০৭-১১৩ টাকা আর কাটা মাংস ১৮০ টাকা কেজি।

Advertisement