প্রায় সাড়ে ৫ হাজার শূন্যপদে ক্লার্ক এবং জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ক্লার্ক, জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে জেনে নিন আরও খুঁটিনাটি তথ্য...
মোট ৫০০০ রেগুলার পোস্টে ক্লার্ক নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। ক্লার্ক নিয়োগের পাশাপাশি ২৩৭টি শূন্যপদে হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী জুনে। মেইন পরীক্ষা হতে পারে ৩১ জুলাই। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ছাড়াও স্থানীয় ভাষার পরীক্ষা নেবে স্টেট ব্যাঙ্ক (SBI)।
প্রিলিমিনারি আর মেইন পরীক্ষায় উতরে গেলে স্থানীয় ভাষার পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদে নিয়োগ আটকে যাবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনও স্নাতক হননি, তবে চূড়ান্ত বর্ষে বা শেষ সেমেস্টারে রয়েছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাস সার্টিফিকেট জমা দিতে হবে।
বয়সসীমা: যাঁদের বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে, তাঁরাই এই ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লার্ক পদে নিযুক্ত হওয়ার পর ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।
বেতন: স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২৯,০০০ টাকা (ডিএ ও অন্যান্য ভাতা জুড়ে)। এই বেতন দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। স্টেট ব্যাঙ্কের (SBI) জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্য এই বেতন নির্ধারিত হয়েছে।
স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদের চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্কের (SBI) অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গেলেই এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য মিলবে।