scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

How To Identify Petrol Pump Cheating : পেট্রোল পাম্প কম তেল ভরে ঠকাচ্ছে কিনা বোঝার সহজ উপায়, রইল

প্রতীকী ছবি
  • 1/7

দেশে জ্বালানির মূল্য (Fuel Price In India) ১০০ ছাড়িয়েছে বহুদিনই আগেই। পরে ২ দফায় দাম কমানোও হয়। কিন্তু তারপরে পশ্চিমবঙ্গ-সহ (Petrol Diesel Price Kolkata) দেশের অনেক রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকার ওপরেই। (সমস্ত ছবি প্রতীকী)

প্রতীকী ছবি
  • 2/7

তাই গাড়ির ট্যাঙ্ক ফুল করতে হলে মধ্যবিত্তের পকেট খুব স্বাভাবিকভাবেই টান পড়ে। আবার অনেক সময় কোনও কোনও পাম্পের বিরুদ্ধেও তেল দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে। 

প্রতীকী ছবি
  • 3/7

অর্থাৎ তেল দেওয়ার সময় পরিমানে গরমিল করার অভিযোগ তোলেন গ্রাহকরা (Petrol Pump Cheating Tricks)। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এমত পরিস্থিতিতে কিছু সহজ উপায় আছে যার মাধ্যমে গ্রাহকরা বুঝতে পারবেন যে যতটা টাকা তাঁরা দিচ্ছেন তার বিনিময়ে ন্যায্য পরিমান তেল পাচ্ছেন কিনা (How Could Identify Petrol Pump Cheating)। 

আরও পড়ুনলতার জন্য এই হিন্দি গানটি কীভাবে বানিয়েছিলেন সলিল চৌধুরী?

প্রতীকী ছবি
  • 5/7

যে পেট্রোল পাম্প থেকেই তেল ভরুন না কেন, দেখে নেবেন ফুয়েল দেওয়ার আগে মিটার রিসেট করা হচ্ছে কিনা। মিটার ০ দেখালে তবেই তেল ভরা শুরু করুন। পাশাপাশি আপনি যত টাকার তেল চেয়েছেন, মিটার সেখানে গিয়ে থামলো কিনা সেটাও দেখবেন। 

প্রতীকী ছবি
  • 6/7

এছাড়া মিটার খুব দ্রুত চলছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। অনেক সময় দেখা যায় ০-২০ পর্যন্ত মিটার খুব তাড়াতাড়ি চলার পর গতি ধীর হয়ে যায়। অনেক পাম্পেই এভাবে তেলের পরিমানে কারচুপি করা হয়। 

প্রতীকী ছবি
  • 7/7

তেল ভরার পর অবশ্যই রিপিপ্ট নেবেন। কারণ সেখানে তেলের ঘনত্ব-সহ অন্যান্য তথ্য থাকে। এক্ষেত্রে ডিজেলের ঘনত্ব 720–775 kg/m3 এবং পেট্রলের ক্ষেত্রে 820–860 kg/m3 এর মধ্যে হলে জানবেন তেল ঠিক আছে। 

Advertisement