চাকরিজীবীদের জন্য সুখবর। ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে 'ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস' (NACH)-এর নিয়ম। অর্থাৎ কাল থেকেই এই নিয়ম লাগু হচ্ছে।
নিয়ম মোতাবেক, ছুটির দিনেও ব্যাঙ্কের আক্যাউন্টে চলে আসবে মাসিক বেতন বা পেনশন। বেতন পাওয়ার জন্য আর সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই নিয়ম ছাড়াও আরও একাধিক ক্ষেত্রে নিয়মে বদল আসছে।
নতুন নিয়মে ছুটির দিনে বা উইকেন্ডেও EMI জমা দেওয়া যাবে। এর আগে এই পরিষেবা পাওয়া যেত সোম থেকে শুক্রবার পর্যন্ত। তবে এবার থেকে শনি ও রবিবারেও তা চালু হল।
জুন মাসে RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছিলেন, গ্রাহকদের সুবিধার জন্য এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে। সেই মতো রবিবার থেকেই চালু হচ্ছে।
National Automated Clearing House (NACH)- কী? এটি হল একটি bulk payment system। বেতন এবং পেনশন দেওয়া নিয়ন্ত্রণ করে এরা। এছাড়াও টেলিফোন, জল ইত্যাদির বিল, বীমা প্রিমিয়াম পেমেন্ট সংগ্রহের কাজও করে থাকে।