scorecardresearch
 
ইউটিলিটি

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 1/8

ধূমপানের অভ্যাস শুধু স্বাস্থ্যের পক্ষেই নয়, পকেটের ক্ষেত্রেও ক্ষতিকর! ধূমপায়ীদের ধূমপানের জন্য যে অতিরিক্ত অর্থ খরচ হয়, তার হিসাব না নিলেও বিমার প্রিমিয়াম দেওয়ার সময়ও এর মাসুল গুণতে হয়। আরও স্পষ্ট করে বলতে হলে, ধূমপায়ীদের বিমা করার ক্ষেত্রে গুনতে হয় বাড়তি প্রিমিয়ামের বোঝা!

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 2/8

বিশ্ব স্থাস্থ্য সংস্থার (WHO) দেওয়া হিসাব অনুযায়ী, গোটা বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা প্রায় ১২ কোটি। এর মধ্যে ১২ শতাংশ ধূমপায়ীই ভারতীয়। ধূমপানের কারণে আমাদের হৃদযন্ত্র বা ফুসফুসেরও মারাত্মক ক্ষতি হয়। এই পরিস্থিতিতে প্রিয়জনের ভবিষ্যৎ আর নিরাপত্তার জন্য বিমা করানোটা জরুরি। কিন্তু এখানেও সমস্যায় পড়তে হয় ধূমপায়ীদের। কারণ, ধূমপানের অভ্যাস শুধু স্বাস্থ্যের উপরেই নয়, বিমার প্রিমিয়ামের ক্ষেত্রেও প্রভাব ফেলে।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 3/8

সম্প্রতি প্রকাশিত PolicyX-এর রিপোর্ট অনুযায়ী, ধূমপায়ীদের মেয়াদী বিমার (term insurance) ক্ষেত্রে অন্যান্যদের তুননায় ৫৫ শতাংশ বেশি প্রিমিয়াম গুনতে হয়! এই সমীক্ষার তথ্য অনুযায়ী, ধূমপায়ী আর ধূমপায়ী নন এমন ব্যক্তিদের মধ্যে তুলনামূলক বিচার করলে অ-ধূমপায়ীদের (নন স্মোকারদের) তুলনামূলক অনেক কম মূল্যের স্বাস্থ্যবীমা বা মেয়াদী বিমা কিনতে হয়।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 4/8

বিমা করার ক্ষেত্রে বিমা সংস্থা বিমাকারীর প্রফাইল নানা দিক দিয়ে বিবেচনা করে দেখে তবেই তার প্রিমিয়ামের অর্থ নির্ধারণ করে। এ ক্ষেত্রে ধূমপায়ীরা বিমা সংস্থার কাছে ‘হাই রিস্ক জব প্রোফাইল’ হিসাবে বিবেচিত হন। ফলে স্বাভাবিক ভাবেই বেড়ে যায় বিমার প্রিমিয়ামের অর্থ।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 5/8

কেন ধূমপায়ীরা বিমা সংস্থার কাছে ‘হাই রিস্ক জব প্রোফাইল’ হিসাবে বিবেচিত হন? এর অন্যতম কারণ হল, ধূমপায়ীদের স্বাস্থ্যের উপর ধূমপানের মারাত্মক ক্ষতিকর প্রভাব। ধূমপায়ীদের ফুসফুস, হৃদযন্ত্র অত্যন্ত দুর্বল, রয়েছে ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ-সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই ধূমপায়ীরা বিমা সংস্থার কাছে ‘হাই রিস্ক জব প্রোফাইল’ হিসাবে বিবেচিত হন।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 6/8

বর্তমানে প্রমাণ মিলেছে, করোনার সংক্রমণে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীর আক্রান্ত হওয়ার ও এই ভাইরাসে মৃত্যুর ঝুঁকি অন্যান্যদের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি। তাই ধূমপায়ীরা বিমা সংস্থার কাছে ‘হাই রিস্ক জব প্রোফাইল’ হিসাবে বিবেচিত হন। আরও স্পষ্ট করে বলতে হলে, যাঁদের মৃত্যুর ঝুঁকি বেশি, তাঁদের প্রিমিয়ামের পরিমাণও বেশি হয়।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 7/8

PolicyX-এর রিপোর্ট অনুযায়ী, ৫৫ বছর বয়সীদের গড় প্রিমিয়াম ৪৫ বছর বয়সীদের তুলনায় ৮৫ শতাশ বেশি। এক ইভাবে, ৪৫ বছর বয়সীদের গড় প্রিমিয়াম ৩৫ বছর বয়সীদের তুলনায় ৭০ শতাশ বেশি আর ৩৫ বছর বয়সীদের তুলনায় ২৫ বছর বয়সীদের গড় প্রিমিয়াম ৪৫ শতাংশ বেশি। এই গড় প্রিমিয়ামের অঙ্ক পুরুষ এবং মহিলা এবং ধূমপায়ী ও অ-ধূমপায়ীদের (নন স্মোকারদের) বিবেচনা করে গণনা করা হয়েছিল।

আপনি ধূমপায়ী? তাহলে বিমার প্রিমিয়াম বাকিদের তুলনায় ৫৫% বেশি দিতে হবে!
  • 8/8

একজন ধূমপায়ী বা তামাকজাত দ্রব্য সেবনকারীর দৈনিক তামাকজাত দ্রব্য সেবনের মাত্রা হিসাব করে দেখা হয় প্রিমিয়ামের পরিমাণ ও অর্থ নির্ধারণের জন্য। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যপরীক্ষার পর তবেই ধূমপায়ী বা তামাকজাত দ্রব্য সেবনকারীর প্রিমিয়ামের অর্থ নির্ধারিত হয়।