scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৭টি কোর্স! নিয়োগ করা হবে একাধিক শূন্যপদে

University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 1/6

দীর্ঘ প্রতীক্ষার অবসান! স্নাতকোত্তরে ৭টি নতুন কোর্স চালু হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালে এ বিষয়ে রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছিল। এ বার এই বিষয়গুলি চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাড়পত্র দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 2/6

এ বার এই নতুন বিষয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি ও পঠন পাঠন শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 3/6

নতুন এই ৭টি বিষয়ের জন্য মোট ৫৬ জন শিক্ষক ও ১২ জন শিক্ষাকর্মী নেওয়া হবে। এছাড়াও, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব এটেনডেন্ট এবং স্টোরকিপার পদের তালিকা পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরে।

Advertisement
University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 4/6

মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানান, নতুন ৭টি বিষয় হল, জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন, নিউট্রেশন অ্যান্ড পাবলিক হেলথ, ওমেন স্টাডিজ, মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক, ফিজিওলজি এবং সাইকোলজি।

University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 5/6

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানান, এই বিষয়গুলির প্রতিটির জন্য একজন প্রফেসর, দুজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং চারজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন। 

University of Burdwan introduces 7 new courses for Post Graduation
  • 6/6

প্রাথমিক ভাবে প্রতিটি বিষয়ের জন্য ২০ থেকে ২৫ জন পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পরবর্তীতে প্রতিটি বিষয়েই আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে বিবেচনা করা হবে। শীঘ্রই ভর্তির প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে।

Advertisement