scorecardresearch
 

7th Pay Commission : DA বাড়ছে কবে? সরকারি কর্মীদের জন্য সুখবর

রিপোর্টে জানা গিয়েছে আগামী ৩ অগাস্ট হতে চলা ক্যাবিনেট বৈঠকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। AICPI-এর ডেটায় লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে। এপ্রিলের তুলনায় মে-তে এই ডেটা ১.৩ পয়েন্ট বেড়েছে। গত মে মাসে AICPI ১২৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল, আর তার সঙ্গেই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল যে, এবার ডিএ ৬ শতাংশ বাড়তে চলেছে। AICPI-এর জুন মাসের ডেটা আসা এখনও বাকি। তবে তা পতনের সম্ভাবনা খুবই কম। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের হবে ডিএ বৃদ্ধি
  • ঘোষণা হতে পারে অগাস্টে
  • বাড়তে পারে ৬ শতাংশ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। ফের বাড়তে চলেছে বেতন। এবার ৬ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA)। যার জেরে একলাফে অনেকটাই বাড়বে বেতনের অঙ্ক। 

৩ অগাস্ট পড়তে পারে শিলমোহর
রিপোর্টে জানা গিয়েছে আগামী ৩ অগাস্ট হতে চলা ক্যাবিনেট বৈঠকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। AICPI-এর ডেটায় লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে। এপ্রিলের তুলনায় মে-তে এই ডেটা ১.৩ পয়েন্ট বেড়েছে। গত মে মাসে AICPI ১২৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল, আর তার সঙ্গেই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল যে, এবার ডিএ ৬ শতাংশ বাড়তে চলেছে। AICPI-এর জুন মাসের ডেটা আসা এখনও বাকি। তবে তা পতনের সম্ভাবনা খুবই কম। 

ডিএ বেড়ে ৪০ শতাংশ হবে
যদি ৬ শতাংশ ডিএ বৃদ্ধি হয় তবে তা বেড়ে ৪০ শতাংশ হয়ে যাবে। এর ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। মূল্যবৃদ্ধির মাঝে এটি বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত কর্মচারিদের বেতন ও পেনশনভোগীদের পেনশনের একটা বড় অংশই হল ডিএ। সপ্তম পে কমিশন অনুযায়ী সরকার বছরে ২ বার, জানুয়ারি ও জুলাইতে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। 

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সর্বাধিক বেসিক বেতন ৫৬,৯০০ টাকা। বর্তমানে, তাঁরা ৩৪ শতাংশ হারে ১৯,৩৪৬ টাকা মহার্ঘ ভাতা পান। ডিএ বেড়ে ৪০ শতাংশ হলে, নতুন মহার্ঘ ভাতা হলে ২২,৭৬০ টাকা। অর্থাৎ ওই কর্মী প্রতি মাসে ৩,৪১৪ টাকা বেশি পাবেন এবং তাঁর বার্ষিক বেতন ৪০,৯৬৮ টাকা বৃদ্ধি পাবে। 

অন্যদিকে ন্যূনতম বেসিক বেতনের ক্ষেত্রে, বর্তমানে ১৮,০০০ টাকার মূল বেতনে প্রতি মাসে ৬,১২০ টাকা পাওয়া যায়। কিন্তু ডিএ (DA) ছয় শতাংশ বৃদ্ধি পেলে তা প্রতি মাসে ৭,২০০ টাকা হবে। অর্থাৎ ওই কর্মী প্রতি মাসে ১,০৮০ টাকা এবং বার্ষিক ভিত্তিতে ১২,৯৬০ টাকা বেশি পাবেন।

Advertisement

আরও পড়ুন৩ বেলা যে খাবারে ওজন কমে ঝড়ের গতিতে 

আরও পড়ুনডিপ্রেশন কাটায়-রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চিনি, রয়েছে আরও অনেক গুণ

 

Advertisement